দেশপ্রেম কাকে বলে জানতে হবে
দেশ স্বাধীনতা লাভ করেছে জানা!
জানার মত জানতে হবে কেন লাভ
স্বাধীনতা, প্রজন্মরা অবশ্য জানবে?
তবেই শিখবে কেন প্রয়োজন ছিল
এ'দেশ স্বাধীনতা দোসর দেশ শত্রু!
কোন মানুষরা দোসর-শত্রুতা-দল
কেন করেছি দেশ ও দেশের মানুষ
প্রতি বৈষম্য মনোভাবাপন্ন বাংলায়?
ইতিহাস জানাটা বড় দরকার জনতা
তবেই জানতে পারবে কেন দরকার
স্বাধীনতা পরাধীনতা দেশ জনতায়?
নীল চাষ কাকে বলে কেন নীল চাষ?
নীলচাষ সিংহ ভাগ ফসল নিয়ে যেত
বর্হিঃশত্রুরা তাদের দেশে বঙ্গ ঠকায়ে?
এই সমস্ত ইতিহাস ইতিকথা শত্রুতা-
মিত্রতা-দোসর-বাসর-ঘোষেটি বেগম
রায় দূর্লভ মীর-জাফর-চরিত্র-গুণাবলী
আজ যারা রাজনীতি করছে দেশদরদী!
বাস্তবতা জানছে কি দেশপ্রেম কিসের?
জন্য বিভক্ত দরকার ছিল; হয়েছে কেন?
ওরা এ'প্রজন্ম সন্তান কাল বিবর্তন প্রবীণ
নেতারাও মূর্খতার পরিচয় বহণে ভুলছে।
প্রকাশ করতে পারছে প্রজন্মদের নিকট
প্রজন্মরা কোন মত জেনেই বিজ্ঞতা মন!
শুনতে অপারগতা সঠিক দিক নির্দেশনা
দেশের প্রতি ভালোবাসা হবে কি করে?
অজানা সকল নকল মন মানসিকতার
দেশ স্বাধীনতার মর্যাদা প্রকৃত নেতৃত্বের
মর্যাদা দেশপ্রতি গভীর ভালোবাসা প্রাণ
আত্মঃত্যাগ শত শহীদ রক্ত বিনিময়ার্জন।
কালকের মিথ্যুক আজকের দেশপ্রেমিক
একবার পেয়ে সুযোগ নিজ স্বার্থ খুঁজতেই
দিশেহারা আগামী দিনে পদ হারানো ভয়
দেশ যাক রসাতল দেশশত্রু সংযোগ স্বার্থ!
সিদ্ধিতে দিশেহারা মাতাল সর্বগ্রাসী নের্তৃত্ব
তাতে যায় আসে না অস্তিরতা স্বার্থসিদ্ধিতা।
আজ-কাল-কার দেশপ্রেমিক দেশ প্রজন্মরা
কিভাবে চেতনা জাগবে দেশপ্রেম সুসন্তান।
*************************
বাণী: দেশপ্রেম সুনাগরিক কখনো রাষ্ট্রের অকল্যাণ চাইতে পারে না। আর সেই সকল নাগরিকদেরই দেশ চায়। আর তখন দেশ সুসংগঠিত হয়ে উঠতে সক্ষম।