একটি দেশের সহিত জনতার শক্তি রয়
রয় জনতার জ্ঞান কর্ম পরিক্রমা।
তাই তো দেশ উন্নতিতে দরকার শিক্ষা
সুশিক্ষিত একদল জন্ম-জন্মান্তর।
জনতা চৌকস অতি পরিচিতি জ্ঞানালো
উন্নয়ন জ্ঞানের আলো ছড়ানো মন।
সেই মনটিতে প্রকাশিত অসাধারণ স্তম্ভ
পথ চলা শেখার আলোর দিশারী।
সমাজ মানুষ মানবতা সমৃদ্ধি ভরা প্রেম
দেশ প্রেম কিসে তৈরি হয় জানা।
আর সেই মানুষরাই তৈরি করবে নেতা
দেশ পরিচালনা নেতৃত্ব নেতা দল।
তারাই করবে দেশের কল্যাণ কাজ কর্ম
পালা বদল পর্ব শুভসূচনা উন্নয়ন!
থাকবে কোন অশিক্ষা জরাজীর্ণতা পরিচয়
রইবে সদা সর্বত্র জীবনবোধ ভাব।
ঊষার আলোক ফুটাবে প্রচেষ্টা কামনা রয়
দেশপ্রেম তবেই রক্ষা দেশ জনতা।
যে জন জনতরা জানে না দেশ কিসে রক্ষা?
সেই মানুষ হয় কি করে দেশজনতা?
*************************
পর্ব ৭ম পাঠে আহবান রইল প্রিয় কবি ও পাঠকগণ।