দেশ এমন একটি জায়গায় পৌঁচ্ছাছে
দেশ যেন এক ভবঘুর!
পালন-লালন করা অভ্যাস্ত পরিণত
প্রকৃত সহায়-সম্বলেরা'
করছে কি ভিক্ষা এ'ধরার বাংলাতে
অনেক সুস্হ-সবলেরা!
প্রকৃত ভিক্ষুককে নকল সং সেঁজেই
পথে ঘাটে ভিক্ষুক ব্যাশ!
ওরা এমন ভঙ্গিমা অঙ্গ-ভঙ্গি অভিনয়
আসলকেই হারমানায়।
ওরাই সেরা অসহায়ত্ব সহজ উপায়ে
ভিক্ষার মত অসম্মানী'
গ্রহণ অভ্যাস্ত হচ্ছে ঝাঁক-ঝাঁক দেখা
বড় গলা সালাম নমস্কার।
হুজুর মহাশয় পেটে ভাত নেই অভূক্ত
সারাটি দিন খাওয়া হয়নি।
সাহায্য করূন দু'টি ভাত খাব আর্তনাদ
কি যে এক অভিনব ভাব?
অপর দিকে খোঁজ-খবর নিলেই বুঝতে
বাকি থাকে না কে নকল?
ভিক্ষা হচ্ছে সহজ গাঁ ঢাকা অগাঘা আয়
কর্ম বেতন অর্জন দূর্লভ!
সেই তো বেশি অর্থ অযোগ্য চেতনা মন
লুফে নিচ্ছে বেশ অর্থার্জন।
ঐ'সকল ফকিররা দূর-দূরান্ত যেয়ে গাঁ..
ঢাকায় করছে ভিক্ষা।
অপর দিকে গ্রাম-গঞ্জ জানে করে চাকরী
ছেলে-মেয়ে-লেখা-পড়া'
করাচ্ছে বেশ ভাল-ভাল শিক্ষাপ্রতিষ্ঠানে
এ'কেমন নেশা ভিক্ষার'
টাকায় সন্তান মানুষ করা অভিনব পেশা
আসলেই ঐ'সকল সন্তান'
সঠিক ভাবে সুশিক্ষা গ্রহণ করছে যথার্থ
সমাজ সামাজিক প্রেক্ষাপট?
ছাত্র-সমাজ-সাধারণ-জনতা-কর্মজীবি
সর্তক থাকুন হউন সর্তক!
ভিক্ষা ভিত্তি হচ্ছে ঘৃণিত কর্ম; কেবল..
মাত্র ঐ'সমস্ত ভিক্ষুকেরাই'
ভিক্ষা প্রাপ্যকেবল মাত্র তাদের দিতেই
উৎসাহিত করছি, অন্যথা নয়।
দেশ যেন এক ভিক্ষার বেড়াজাল বিদ্ধ
উত্তরণ সচেতনতা দেশ জনতা।
পবিত্র ধর্মগ্রন্থেও ভিক্ষা ভিত্তির ঘৃণিত
কর্ম উল্লেখিত যা নিন্দনীয়।
**********************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণ তিপ্পান্ন পর্ব পাঠে আহবান রইল।