দেশ প্রেম ভরা দেশপ্রেমিক-প্রেমিকা
ওরা সেই দেশাত্মাভোধ অন্তর গাঁথা!
এ'দেশেতেই জন্ম বেড়ে উঠা সমাজ
শিক্ষা-দীক্ষা-ধর্ম-কর্ম-উপযুক্ত-সবই!
দেশ প্রেম নাগরিক হয় না বেঈমান
ওরা বোঝে বুঝতে চায় জানতে চায়!
সভ্যতার আড়ালে জীবন কেমন কি
এমনটাই বেদনার্ত মননশীল অনন্য।
অধরা জীবন রচনা ভাবনা বিধাতার
হোকুম আহকাম শিক্ষার্জন জ্ঞানবান।
সেই সকল সন্তানরা দেশপ্রেম ব্রতঃ
এক অভিন্ন রূপের অধিকারী মহত্ত্বতা।