আমি এই দেশের সন্তান এ'দেশ আমার
ভাল বাসী দেশটিকে খুব মন থেকে বাসী।
আপন করে জানি দেশ যেন না ক্ষতি সেই
মন-প্রাণ-আত্মা স্পন্দন হ্নদয় সারা দেয়।
দেশ স্বাধীনতা লাভের পর বাংলার জনতা
আমরা পেয়েছি স্বাধীন একটি রাষ্ট্র্র লাল..
সবুজ পতাকা ও সার্বভৌমত্ব আকাশ তরে
কথা বলার বাক স্বাধীনতা এমন ভাবে চল!
চাকরী-বাকরীতে পেয়েছি বাংলাদেশ মুক্তি
সর্বস্তরেই মুক্তি এ'দেশটি কিন্তু পায়নি ঐ'
মুক্ত ও মুক্তমন মনুষ্যত্ত্বার পরিচয় যারন্যায়
জ্বলছে সমাজ চলছে গাঁধার পিঠে হালচিষ!
ধান্দাবাজ মন-মানসিকতা সবাস্তর ওরাই
আবার মুখে বলে দেশটি ঠিক কোন পথে..
যাচ্ছে, কেউ শোনে না কথা সকলেই যেন
বনে যাচ্ছে রাজার ওপরেও বিশাল রাজা।
যাক ছাঁই দেশ যাবে রসাতল যাক না সব
মানুষ একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি জন্মেছে..
হয়েছে বহু নামী-দামী স্বাস্থ্য সেবা ব্যবস্থা।
কি যে অভীনব আবিক্সার যন্ত্রাংশ স্বাস্থসেবা।
বেশকিছু দিন হয় মাজার জয়েন্ট এ ব্যাথা
অনেক ডাক্তার দেখায়েছি উপশম হচ্ছে না।
প্রতিনিয়ত ফিজিওথেরাপী নিয়মিত ব্যায়াম
সব মিলায়েই বেশ স্বাস্থ্য সচেথনা অবলম্নন।
দেশ স্বাধীনতার পযবর্তী বছর গুলিতে গড়ে
উঠেছে নাম করা আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র!
শারীরিক পরীক্ষার জন্য নানান রকম মেশিন
বিশেষ দেহ ক্ষতির অংশ পরীক্ষা-নিরীক্ষণা।
সহজ লব্দ যাচাই দেহ ত্রুটি পরীক্ষা-নিরীক্ষা
এম.আর. আই. পরীক্ষণ মেশিন দেখতেও...
ভেশ সুন্দর। একটি মানুষ লম্বা করে শোয়ায়ে
কর্মরত ল্যাব টেকনিশিয়ান রোগী পরীক্ষারত।
অত্যান্ত যত্ন রোগী সেবারত ওরা টেকনিশিয়ান
দেশের মানুষ দেশেই চিকিৎসা। দেশেরই টাকা
থাকলো দেশের টাকা দেশেরই মূল ব্যবহায্যে
তাই তো দেশ স্বাধীনতা লাভ ছিল মানুষ-মনুষ্য!
****************************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি এবং সাহিত্যিকগণ। আগামী আঠাশতম পর্ব পাঠে আহবান রইল।