দেশ বেশ অসহায় এ'ধরা মানুষ দ্বারা
মানুষ নিয়েই রাজ্য।
রাজ্য শাসন চেষ্টা চাই মানুষ মনুষ্যত্ব
ঐ 'মানুষ চায় রাষ্ট্র।
রাষ্ট্র নিয়ে খেলছে অসভ্য অরাজনীতি
অমনুষ্য চিন্তা নেতা।
অযোগ্য অথর্ব লোভ লালসা স্বীকার
কোনো না কোনাই'
উপায় দখল বাজ রাজনীতি দলবল
রাষ্ট্র ওদের বাপ-দাদা!
দেশ শুধু ওদের. নয় অন্য কোন কেউ
এমন যেন যা খুঁশি..
যেমন তেমন লোক দেখানো উন্নয়ন
ক্ষমতা চিরস্থায়ী মন!
কেউ নেই প্রতিবাদ বিবেক বিপরীত
সর্বে-সর্বা ওরা সকল।
এই দেশ আঠারো কোটি মানুষ যেন
নৈরাজ্য শাসন প্রশাসন।
জনতার ভোট দরকার রাই শূন্যতায়
জোর যার রাজ্য তার।
গুঁন্ডা-বাহিনী বর্হিঃশত্রু পোষমানায়ে
অপর প্রশাসন রাজ্যে।
দেশ চালায় জনগণ জনকল্যাণ কথা
যত সব মিথ্যা প্রশ্রয়।
কেন দেশ বেঈমান দলবল তোমরা
এ'দেশ মীর-জাফরা?
দেশের মানুষ অভুক্ত রাত্রি-যাপনে
তোরা সেই দেশ হতে...
অর্থ-পাচার করে বাড়ি-গাড়ি-বিলাস
বিলাসিতা রসনা নারী!
কি তোদের দেশাত্ববোধ রয় মনটির?
সভ্যতার পরিচয় অদেখা।
আপন পর তোদের নিকট সব সমান
শুধুতোরাই দলবল মানুষ!
আর কোন জনগণ নেই দেশ এ'বাংলা
পুলিশ হয় জনগণ সেবক।
দেশ শান্তি-শৃঙ্খলা রক্ষা দায়িত্ব পালন
সামরিক বাহিনী বর্হিঃশত্রু..
তারা যেন কোন ভাবেই দেশ স্বাধীনতা
বিনষ্টে গোপন ষড়যন্ত্র...
স্বীকার হতে না পারে, সেই দিকগুলির
প্রতি সজাগ দৃষ্টিধীর।
মনোবল দেশ রক্ষারই কবচ দেশপ্রেম
কেবল মাত্র স্থল-নৌ!
তাদেরই কাজ দেশ সেবাতেই চাওয়া
সমস্ত বাহিনীর সৈনিক..
জীবন প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ ঐ'
শপথ বাক্যটি পাঠেই..
পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করত: ওয়াদার
মধ্য দিয়ে শপথ পাঠ।
যে কোন মূল্যে দেশ রক্ষার্থেই অটুট
রহিব সদা সর্বত্রেই।
(খন্ড-১)
চলমান...
*********************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণ পঁয়তাল্লিশ তম পর্ব পাঠে আহবান রইল।