দেশের কথা আর কি ভাবনা
মন বলে ওরে হরি!
কেমন পথ চলতে জানা কি?
সেই মন অজানা চল।

আসল-নকল কেমনে সাধন
শূন‍্যতায় পূর্ণতা ঐ'রূপ'
শূন‍্যতায় পূর্ণতা কেমনে হয়
জানতে হবে জ্ঞানার্জনে।

সেই জ্ঞান পায় যেন হ্নদ ঠাঁই
আপন মন প্রাণ আত্মা!
সুখ শুধু নিজকে নিয়ে নয় তো'
দুনিয়া এক স্বর্গ খানা।

ঐ'স্বগ বসবাস তখনই সেথায়
স্মিগ্ধতা পেতে শোভা।
আলোক বর্তিকা এক উজ্জ্বল
বর্ধন মানুষ মানবতায়।

আমরা করবো জয় বিজেতা
মন-পাবে কি সুখী ভাব?
হারের একটি বেদনার প্রহর
যথার্থই বিদ্ধমান মনুষ‍্যে।

সুখ সুখ সুখ শুধুই সুখ পাখি
সবই যেন লোভী চোখ!
মনেরই মাঝে যন্ত্রণা প্রেসানী
উতাল-পাতাল ভাবনা।

সেই না তারা ঐ'সকল মানুষ
কেমন করে দেশ প্রেম।
থাকে ভাবনা মন-প্রাণ জনতা
আবার তোরা মানুহ হ'

শুকুরিয়া বিধাতার দয়া ভক্তি
পশু-মন-পশু-চিন্তা-হ্নদ।
ঐ'সকল মানুষ কখনো হতে
পারবে কি দেশপ্রেম সদা?

ভাবনা আমায় বিচলিত করে
এই দেশ কখন পাবে'
দেশ জনতা শান্তি নিরাপত্তা?
ভাবনা তখন শান্ত দেশ।

দেশ জনতা এক অনন‍্য বোধ
সুন্দর বাঁচার অধিকার।
প্রতিটি নাগরিক সকল সর্বত্র
হিতে বিপরীত দেখা।

না নিজ ভাল; না অপরকেও
রাখছে ভাল জগাখিঁচুরী!
সভ‍্যতা পাবেই কেমন করে
ভাবনা বড়ই লোভ-পাপ।
*****************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণকে বাষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।