আজ বিশ জানুয়ারী দুই হাজার পঁচিশ সন
বাংলাদেশ সময় রাত: দশটা ত্রিশ মিনিট!
আমেরিকার বিগত রাষ্ট্র ব‍্যবস্থা অবসানে
প্রতিদ্বন্ধিতায় দ্বিতীয় বারেরই মত বিজয়ী!

দীর্ঘ নয় বছর পর পূনরায় নির্বাচিত হলেন
মাননীয় প্রেসিডেন্ট মিষ্টার ড্রোনাল ট্রাম্প!!
মার্কিন যুক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ব্রত:
শপথ আনুষ্ঠান দেখুন বাংলাদেশ ভাষাভাষী!

জানুন সকল দেখুন কেমন করে শপথ নেয়
সকল রাজনৈতিকেরা একে অপর উপস্থিত!
আমেরিকা যেন রাজনৈতিক চেতনাবোধের
আইন মান‍্য শাসন ব্রত: গণ‍্যমানরা ঐ'দেখ।

বিগত বছর গুলির দায়িত্ব পালন ও চুক্তির
বিশ কিছু কার্যক্রম ডোনাল্ড ট্রাম্প করেননি
পছন্দ। তাই বাতিল তালিকায় আশিটি চুক্তি
বাতিল করত: শপথ অনুষ্ঠান সম্পূর্ণ করেন।

কেন'রে বাংলার রাজনৈতিক দলবলরা কেন
ঐ'রূপ দেশ রাজনীতি পরিচালনা করা কি
যায় না? দেশ ও দেশ জনতা প্রতি দরদ রয়
তবে কেন সুষম রাজনীতি করা বিঘ্ন-কিসে?

ধান্দাবাজ অসভ‍্য অসত‍্য অনিয়ম ভরা মন
মানসিকতা জীবন অপরাধ সব মিলায়েই।
মানুষ যেন এক মানবিকতা পরিচয় বহণে
মানুষ যদি না হতে পারি মানুষ জন্মটা ব‍্যর্থ।

নিরর্থক জীবনের গল্ট আসলেই কি পূর্ণতা
কখনো মিলবে জীবন চলার পথ সাযাহ্নে?
অনেক জাতির ভধ‍্যে অনেক ভেদাভেদ পাই
দেখি দেখছি জেনে আসছি কত রঙ-তামাশা।

যেই যত করুক না উন্নত উন্নয়ন পরিনতি
ভিলছে অপরাধ জগৎ গর্ডফাদার দলবল!
এই ভাল আর এই মন্দ মন্দের ভাল চল
শান্তনা যে কোথায় ভাবনা মানুষ গুলির??

পর-নিন্দা-পর-চর্চা-অসভ‍্য-মন-অধিকার
দেশের মানুষ ভাল থাক; দেশ ভাল চলুক।
এমন টাই কামনা সদা চরিত চলমান চাই
সেই সকল নেতা-নেত্রীই আসুক মানবতা।

হোক সে ডোনার ট্রাম্প বা যে কেউ চাই
মানুষ মারবে না, হিংসাত্মক রাজনীতির
রোষানল স্বীকার হবে না দেশ জনতায়
তবেই যেন স্বস্তির পরশ নিরাপদ মানুষ।