রাজা বাদশা জীবনবোধ জীবন শূন্যতা
আমরা সাধারণ জনতা কি বুঝি?
বোঝেন শুধুই অসাধু রাজনৈতিক দল
রাষ্ট্রনেতা-নেত্রী যত ভন্ডামী ঠক!
মুখে বলে সত্যের বলি জনতা মঞ্চেই
যেন কত কথা কত উন্নয়ন মনুষ্য!
এমন দরদী সেবক সততার বলিয়ান
দেশ সাধু সাঁজ-রূপ-অনন্য একক।
ধর্ম কথা মান্য অথচ মানতে লোকদ্বয়
বিনয়ী দেখানো সুস্বভাব জনতায়।
প্রকৃত জীবনবোধের মোটেও থাকে না
সভ্যতা সততা আদর্শ নৈতিকতা।
চলমান..