সুনাগরিক দেশ চায়; দেশ জনতার পাশে
দেখতে চায় জনতা।
সেই জীবনবোধ মানুষ হবে কে কখন ঐ'
মন-প্রাণ-হ্নদয়-আত্মা!
বলবে মহান ভানবতার কথা এ'ধরণীতে
কত কথার স্বপ্ন আঁকা!
দেশ দরদী বন্ধুর বন্ধন কে হতে পারবে
সেই সকল নাগরিকরা।
দেশ জনতার তরে জ্ঞান-বিজ্ঞান-রাষ্ট্রীয়
সুশিক্ষার্জন এক অনন্য।
প্রতিভাবান জাতির সুজ্ঞান মনুষ্যত্ববোধ
বুঝতে পারবে স্বার্থত্যাগ।
সকল ত্যাগের সভ্যতা বজায় এ'ধরাতে
মানবতার তরে জাগ্রত।
সুখেরই পাশেও যেমন দুঃখের পাশেও
ভাগাভাগী জানতে শিখবে।
সেই না জাতির জাতীয়তায় সুনাগরিক
দেশপ্রেম সার্বভৌমত্ব ভিত্তি।
যে শিক্ষা গ্রহণে দেশ প্রেম দেশ জনতা
সেই রকম মানুষ নাগরিক।
কামনা সাধনা সুশিক্ষিত সুজ্ঞান দেশ
কল্যাণ ব্রতঃ অভিন্ন বুদ্ধি।
কাঁধে কাঁধ মিলায়ে একসাথে চলবে
লাগবে নিরাপত্তা বলায়।
জনগণ সুনাগরিক জনতাতেই বেষ্টনী
এমন আষার-শ্রাবণ-ভাদ্র..
পৌষ-মাঘ-ফাগুন ছয়'টি পর্ব-পাবণ
বাংলা মায়ের আঁচল মর্ম।
চিরচেনা সবুজ-শ্যামল-নদী-নালা-
খাল-বিল-হাওর-বাওর।
পদ্মা-মেঘনা-যমুনা-আড়িয়ালখাঁ-ধর..
লেশ্বরী-বুড়িগঙ্গা-মধুমতি!
এই বাংলারই নদ-নদী সমতল ফসল
জমিন যেন এক অন্য!
রকম মানব জীবন মানবতা কথা বলে
আমরা সেই চাই চাই!
ঐ মানব প্রেমময় অগ্নশিখা অগ্নিসন্তান
বাংলার চরম মূহুর্ত চাই।
একতাই বল দশের লাঠি একের বোঝা
সুসঙ্গ সুনাগরিক চাই।
***********************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণকে বায়ান্নতম পর্ব পাঠে আহবান রইল।