কত লোভ থাকে কত লালায়িত প্রতিবেশী
দেশ যখন পরাধীন ছিল।
স্বাধীনতা অর্জনে প্রয়োজন ছিল প্রতিবেশী
সহমত সহযোগিতা সাহায্য।
বিনা লাভে কেউ কখনোই হয় না সহমত
এ'ধরা এমনই এক স্থান!
তাই তো সুযোজ সন্ধানী দেশ ওরা সেই
সুযোগ গ্রহণ করে আসছে।
নিচ্ছে গ্যাস সুবিধা, ইলিশমাছ, আরো যে
কত কি' যেন দেশটি...
ওদেরই হূমকি দেয় পূর্ব একাংশ নিতে চায়
জোর যেন জোরালো।
হুমকার হুমকি-ধামকী-তাই দেশ স্বাধীনতা
সংশয় ব্রতঃ এ'ধরার তরে।
পূর্বেই ভাল ছিল ছিল জাতি সত্ত্বার একক
ধর্মীয় চেতনা মুসলিম রুপ।
তোমরা পক্ষে ছিলে স্বাধীনতার বটে লোভ
লালসার স্বীকার তোমরা তাই..
করে ছিলেন, ছিলে পাশে; বিনা স্বার্থে করনি
সহযোগিতা একঘরে করেছো।
জাতি সত্ত্বা মুকুট বিরাট ব্যবধান শিকল বলায়
মুসলিম জাতির মাথা মোটা।
কুটনৈতিক চাল বুঝতে পারেনি পশ্বিমাদেশটি
বরবরতার স্বীকার ওদেরই।
কবিতাটি লেখার ধারা বাহিকতা তিক্ত হলেও
সত্যের মধ্যে অতি সত্য।
মহত্ত্বা পরিচয় একটুও নেই ওরাদের স্বৈরাচার
সুযোগ পেলেই ছোবল দেয়।
সাবধান দেশপ্রেম জনতা সর্তক হও যেন দেশ
প্রতিবেশী দেশ হুমকি রোষ...
দেশ দখল কোন এক স্থান দখল সুযোগ সন্ধান
অতল তলদেশ এক নয়।
স্বাধীন দেশ কেন হুমকি প্রতিবেশী দেশ শোন
শোন'রে দেশ জনতা সকল!
এমন দেশে বসবাস দেশ যেন স্বাধীনতা লাভ
করেনি কর্তৃত্ব প্রতিবেশী দেশ।
স্বাধীন দেশ পরাধীনতার স্বীকার থাকলে কেন
দেশ স্বাধীন দরকির ছিল?
পরাধীন পরাধীনতাই ঠিক ছিল তবুও নিজস্ব
জাতি সত্ত্বা পরিচয় একধর্ম।
তোমরা কোন স্বার্থেরই কথা ভেবে রক্ত ক্ষয়ে
নিজরাই করেছো নিজস্ব ক্ষতি?
অসাধু লোভী প্রতিবেশী স্বার্থক হয়েছে ফন্দী
সারাটি জীবন দাও খেসারত।
দেখো দেখো কেমন লাগে স্বৈরা শাসক পক্ষ
নেয় কতটা স্বার্থ প্রতিবেশীর?
এমন দেশ প্রেম হদসছাড়া নেতানেত্রী দলবল
নিজ দেশ স্বাধীন করনি।
তোমাদের লাভ হয়নি লাভ যা হবার হয়েছে
প্রতিবেশীদের স্বার্থ সংরক্ষণ।
ওরা ব্যবসা-বাণিজ্য-চাকুরী-কমিশন-কর্তৃত্ব
খবরদারী মিডিয়া মিথ্যা ঝড়।
কি যে বদব্যবসা রটনা রচনা প্রকাশ প্রচার
শুনতে এতোটাই বিশ্রী লাগে!
বমি আসে নিজ চেহারা নিজেই দেখা মাত্র
দেশ শত্রু হতে সাবধান জনতা।
**************************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণ চৌষট্টিতম পর্ব পাঠি আহবান রইল।