তোমরা দেশের দূ'র্দশার কথা ভেবেই কি
দেশ করেছো স্বাধীন?
ভাবনা তোমাদের ঠিক ছিল যদি সত্যই
সত্য দেশ ভাবনা ছিল।
বড্ড বাড়াবাড়ি কেউ কাউকে মানে না
সবাই বেশি বোঝে সদা।
সেই বুঝ কেমনে হবে বুঝমান অসভ্য
সদাচার ঊষামন না হয়?
সেই তারা জগৎ সংসার ভুলে ভরা চল
একঘেয়েমী মনগড়া অভ্যাস্ত!
কে রয় মেটাবার সুশিক্ষায় একে অপর
তাই তো সমঝোতার অভাব!
কেমন করে দেখা পাবে প্রজন্ম সভ্যতা?
প্রবীণ যেথায় করে রঙ-তামাশা।
সেথায় কি করে শিক্ষা পাবে নতুন জন্ম?
শিশুরা দেখেই শেখে যা দেখে!
তাই তো সমঝোতা সুখ কি তাই অবুঝ
জ্ঞান থাকতেও অন্ধ ঐ'সকল!
অজাপারাগা গহীন সুখ পরশ বুঝেও না!
না বুঝ ওদের চেতনা বোধটি।
অপরকে ভাল দেখলে নিজকে হীনমন্যে
নিজ মাথা নিজেই খায় ভিতর!
না পারে কাউকে বলতে না পারে মরতে
ঐ'সমস্ত অপদার্থ পৃথিবী ভরা।
ওদের নিকট আকাশ ভরা সকল তাঁরাই
ওদের। ঈমান না থাক তাতে কি?
এ'ভাবে লেবাজ ধরে যেন সারা পৃথিবীই
ওদের কথা শোনে কত আনন্দ!
প্রতিবেশী প্রতিজন আপনত্ব ভরা সভ্যতা
জীবনের শেষ কোথায় অজানা।
তার পরেও চলে ওরা হরহামেশায় চলা
শূন্য গোয়াল গরু ব্যতিত চাষ!
কেমন করে সেই সকল অবোধরা বুঝবে
কোনটি সঠিক কোনটি শুদ্ধির?
বোধশক্তির মাথা সবই খেয়ে ফেলেছে
শুধুই হটকারিতা কুবুদ্ধি চলন।
সেই সকল মানুষ মন-মানসিকতা জীবন
সমঝোতা অর্থই বোঝে না।
শুধু করে খেলা মানুষ হয়ে মানুষ নিয়েই
খেলা। অহরহ সদা সর্বত্রো।