শীতের প্রতাপে প্রভাব পড়েছে বাংলায়
বাংলার আবহাওয়া পরিবেশ বেশ ভাল।
তাই সারাটি বছর ফুরফুরে খোঁশ দেলে
চলন-বলন-আরাম-আয়েশ -কাজ-কর্ম!
ছয়টি ঋিতুর দেশ এই বাংলাদেশ চল
কত যে ভাল লাগে ঋিতু পাবণ গুলি!!
অসাধারণ এক একটি পালা ছয় ঋিতু
প্রতিটি ঋিতুই যেন মানবতায় অনন্যতা।
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কাল
সারাটি বছর পালাক্রমে পরিবর্তন রত।
কখনো শীত কখনো ফসল কখনো ফল
কখনো নদীতে জোয়ার কখনো ভাটায়!
এক একটি ঋিতুর এক একটি রূপেই
আর্বিভাব। কত প্রকৃতিতে লীলাখেলায়
মাতোয়া মানবতারই মানুষ উপভোগ্য
সত্য প্রকৃতি এমন দৃশ্যদেখা সৌভাগ্য।
বিধাতার বিধানেও তাই উল্লেখিত রয়
জ্ঞান আহরোণ মানুষ কূল ধীর মনবল।
চেতনা ভরা সুখ ভবিষ্যৎ ভাবনা জীবন
এমন করেই শীত পর্ব পাবণ কল্যাণ।।