ওরা যারা রক্ষক; জানে কি রক্ষা?
রক্ষা কাকে বলে?
কেমন করে রক্ষককে রক্ষা করতে
সেই দায়-দায়িত্ব!
রয় কি জানা ত‍্যাগ লোভ-লালসা
ত‍্যাগেই রক্ষা রক্ষক।
জীবন চলার পথ কত কিছুই চাই
আসল নকল চাওয়া!
প্রকৃতই কিসের নেশায় চলি সেই
অনুধাবণ থাকা চাই।
ঐ'না মন মানুষ জীবন ভাবনা এক
স্থিরতা সভ‍্য ধীরতা।
সঠিক চেতনার বুঝমান অসাধারণ
অতি মহৎ ব‍্যক্তিত্ব!
আপন পর সকল জায়গা নিরাপদ
মানুষ হিসাব রক্ষক।
দায়-দায়িত্ব সচেতন মানব মনুষ‍্য
সুখ শুধু নিজ ধারণা!
এমন সমস্ত মানুষ কখনোই রক্ষক
এ'ধরা হতেই দায়।
*********************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ একষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।