এ যে যেন দেশ মহা প্রলয়ংকর ভোগ্য-বিলাসিতা
ওরা নেতা চায় দেশকে নেতূত্ব দিতে।
ওদের মুখের ভাষা কেমন যেন আলাদা রকমের
মনে হয় কি যেন পালোয়ান সদাজন্ম!
ওদের মা-বাবা সাধারণ নয় ছিল সব থেকে ভিন্ন
গ্রাম-গঞ্জও নাট্য-মঞ্চ মনে হয় সর্বত্র।
কেন'রে বাপু তোমরা এমন কেন হও কথা-বার্তায়?
তুমিও মানুষ আমিও মানুষ হও সভ্য।
হও সাধারণ রূপ কেন বিকৃত কর বেশ ব্যাসভূষায়
গতদিনেই সেই হদস ছাড়া আজ ঐ'
কাল যখন দিক বেদিক হবি ছাড়া তখন তোদেরই
ঐ'ব্যাসভূষা কোথায় যাবে বল না'রে?
তুই তোরা তোমরা কে কি ছিলে কেউ কি অজানা?
সেই দিনের বারানী আজ বলিস কি?
ভাতেরই বলছিস অন্য' কেমন করে বলিস এমন?
ভাবতেই হতবাক কথা আসে মুখে।
তোমরা দেশ পরিচালনা করবা দেশ জনতার দেশ
একটি বার ভাবলে নাহ্ কে তুমি কে'
জনতা সকলেই মানুষ আমরা এই দেশ সার্বভোমত্ব
নাগরিক সুবিধা নিতে দেশকে দিতে।
তাই তো বিধান পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক
কত সুন্দর বেগবান ব্যবস্থা এ'ধরার।
মানুষ মানুষের জন্য সেবার মধ্য দিয়েই ধর্মীয় গুণ
নাট্য মঞ্চ আল্লাহর আর্শীবাদ প্রাপ্তিতে।
শুকুরিয়া আদায় দায়িত্ব পালন যথার্থতা এক অনন্য
মঞ্চ মাবনতা কথা বলবে বলেই মঞ্চ।
জনতার মঞ্চ এক অভিন্ন সমাগম লোক-লোকারণ্য
দিতে কথা আমি তোমাদের নেতা সদা।
যদি চাও তোমরা আমি তবেই যে নেতা অন্যথা নহে
বল নেতা কি যোগ্য তোমাদের বল না?
যদি বল যোগ্য তুমিই আমাদের দেশ দক্ষতার সহিত
পরিচালনায় দেবে নেতৃত্ব তবেই নেতা।
তোমরাও দেশবাসী আমি তোমাদের সহমত গ্রহণেই
একত্ত্বতা প্রকাশ করলাম দেশের তরে।