জল-স্থল-আকাশ পথ যেখান যাওয়া
আদেশ করা হবে।
সেখানেই যেতে বাধ‍্য থাকিবো এই
শপথ বাক‍্য পঠিত।

কোন অশুভ দেশ চালানো অরাজ‍-
নৈতিক দলবল নয়।
এমন একটি দেশ এই বাংলা যেন
অগণ-তান্ত্রিক স্বৈরা...

শাসনকেও সহযোগিতা করণেও
বেশ সমাগম সরগরম।
অশুভ দেশ জনতা দেশ রক্ষা সৈন‍্য?
কোথায় বিবেক চৈতন‍্য?

শুধু লোভ আর লোভ পদ-পদবীর
অবৈধ দ্রুত স্বপ্নদেখা!
কাকে কার সহিত সখ‍্যতা ঘুষমন
হতে পারবে বড়!

ঐ'সেই নোংরা ভাবনায় বিভোরতা
বিচলিত এক অভিনব।
দেশ আর ভবিষ‍্যৎ কি হবে থাকে..
চিন্তা-ভাবনা-দেহমন।

শেষ বিচার দন্ডায়মান স্বীকার ঐ'
দেখা অপকর্ম অচিরেই।
তার পরেও সর্বনাশাদের অপকর্ম
থেমে থাকে কোন কাল।

ওরা এমন জাতি অমানুষ দলবল
এমনই কর্ম অপকর্ম!
কত নাম করা জনতা সেবক নেতা
-নেত্রী বহরের শোভা।

সময় এমন কথা বলে সময় কথা
-বলে চিরচেনা উপকথ‍্য।
কেমন সন্তান ও রাজ‍্য শাসন নিজ
কুকর্ম অসভ‍্যতা পরিচয়।

গুণি পিতা-মাতা হয়ে গেল অসম্মান
এমন সন্তান জন্মদেশে'
পিতা-মাতা-দলবল-জনতা সাধারণ
অশুভ দেশের সার্বভৌমত্ব।

রাজ‍্যনীতি বড় জায়গা অর্থ কামায়ে
বড়ই সুযোগ সে'লোভ।
তাই তো সমস্ত অপকর্ম অপদার্থরা
অলস জীবন-যাপন!

অপেক্ষা কখন আসবে ভোট-চুরিরই
সময় ক্ষমতা দখল।
তাই তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই
শুরু করে ধনীবনা।

আর যদি ক্ষমতায় না আসতে পারে
সেই সংশয় জীবনবোধ।
এভন চেতনা অনৈতিক অসভ‍্য হ্নদ
ওরাই রাজ‍্য অনিরাপদ।
*********************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণকে সাতান্নতম পর্ব পাঠে আহবান রইল।