এ কেমন দেশ'রে ভাই একে অপর আপনত্ব
সেই না তারাই এই বেশ দেখতে শোভাভরা।
কত হাসি-খুঁশি পরিবেশ অনন্য অভিন্ন দেখা
হাসি-খুঁশি মনের ভাল লাগা সুখ উপলদ্ধিতা!
কতটাই বেগবান মানবতা পরশ পখম মেলা
মানুষ মানুষে মুগ্ধতা ছড়াতে সহায়ক বেশ।।
মনে হয় থাকে না সেখানে কোন হিংসা মন
সুখের সুঘ্রাণ বিরাজ আকাশ-পাতাল বিস্তার।
প্রতিবেশীরা দেখে শুনে একে অপর বলে ঐ'
বাড়ির ঐ'পাড়ার পরিবেশ মানুষ সবাই ভাল।
যেমন শিক্ষা-দীক্ষা তেমন আচারণ-আচরণে
প্রশংসার ক্ষত শুকাতে না শুকাতেই ঐ'সেই!
প্রশংসিত পরিবারের মধ্যেই নিজেরাই কেন
কিসের হত বুদ্ধির দরূন মুখটি দেখা অনিহা!
কত যেন বহু-বৎসর অপরিচিত অদেখা সব
চল একই বাড়ির সীমানা ভাগা-ভাগী বিতন্ডা।
সদা-সর্বত্র পাড়া-প্রতিবেশী সমালোচনা রত
কত সুন্দর ছিল ওরা ঐ'পাড়ার ঐ'পরিবার!!
আমরা গর্ব করতাম হাট-বাজার-রাস্তা-ঘাটে
আসলে মানুষ যে কেমন বুঝা বড়ই মুশকিল।
মানুষ মানবতা তখনই প্রকাশ পেয়েই থাকে
বিধাতার বিধান মেনে চলে সভ্যতা প্রকাশে।
সেই মানুষ পরিবার বুঝবে একে অপর সদা
প্রভাবিত না হয় একে অপর বসবাস মানুষ।
যেমন মানুষ তেমনই জীবন ভাবনা অমনুষ্য
ভাল থাকলে নাকি ভাল থাকা যায় এ'ধরায়!
একজন ভাল থাকার চেষ্টার করলেও অপর
প্রতিবেশী বদমাহিশ দলবল যেন হিংসাত্মক!
চোখ চাহনি শোকূনী মামা ওরা আড্ডা-বাজ
ওদের না আছে স্বভাব ভাল না চরিত্র সত্যে!
সেই তারাই পথরোধ করে ছুটেই চলে হাসি
মনে হবে ভাল লোকটিই হাসিরই খোরাক!!
কোথায় স্বর্গ কোথায় নরক কোথায় সুখসভ্য
ওরা ঐ'সকল লোকেরা কখনো হারমানে না।
মানতে চায় না দোষ যে আছে ওদের কখনো
যেন ফুল ফুঁটায়ে ভরা সৌরভ দলবল ওদের!
আসলে বাস্তবতার নিরিখেই শয়তান পক্ষপাত
ভন্ড-পীরজাদা ওরাই খোশদেল দলবাজ চল।
ওরা এমন কথা হাস্য মুখোশ ধারী যথার্থতায়
ওরা নিজেরাই অজ্ঞ-ভন্ডামীর পরিবেশ সৃষ্টির।
আসলে কেউ নেই সত্য-নিষ্ঠা-সভ্যতা প্রকাশ
কেমন করে দ্বন্দ লাগায়ে রাখবে এক-অপর!
সমস্যা সমাধান কেউ রয় না এমন মন স্বভাব
কোন একটি লোককেই দেখা যায় ঈমানদার!
ধর্মপালনে দেখা যায় বেশ লেবাজ ধারণেও
অথচ নেই ঐ'সকল লোক-জন সত্য-সততা!
তাই তো সমাজ আজ ইট-পাথর সৌন্দার্যেই
প্রকাশ মানুষ খুবই ধনী প্রাচুর্য ঠাঁট-বাট-রঙ্গ।
ঐ'কে কতটা অসাধু চরিত্র চোর স্বভাব কর্মে
দেড় টাকার কর্মচারী চুরি অর্থে ফুঁটায় ধনী।
ঢং-ঢাঙ্গে শত শত চলার পথ রূদ্ধদার তারা
প্রতিবেশী আর প্রতিবেশী নেই অসভ্য চল।।