এই সেই দেশ পদ-পদবী লোভ-তামাশা
ক্ষমতার আকাঙ্খা।
প্রাপ্তির শেষ কোথায় অজানাতেই চলছে
এ'দেশ রাষ্ট্রভার।

কোথায় স্বর্গ-কোথায় নরক মনুষ‍্য সেবক
ওরা দেশদরদী!
ভাবনা খুবই জোরালো তখন যখন ক্ষমতা
লোভ জাগ্রতমন।

ক্ষমতা পাওয়ার আশায় যত সব ভাবনা
পেলে ক্ষমতা!
হ‍্যান করুম ত‍্যান করমু মিয়া বিবি কত...
বড় সাহেবরা...

কি করে চেয়ারে বসে বোকা হাদারামরা
দেশ বেহালাবস্থা।
খাদ‍্য-দ্রব‍্য মূল‍্য হাতেরই নাগাল বাহির
গরীব-মধ‍্যবিত্তরা..

হতাশ তারা দেশ কে দেখে কে রয় ঐ'
অভাবী মুখখানী..
আড়াল হতে দেখেই বলবে ক'টি দিন
সবুর কর।

রসুন বুনেছি, তবেই শেষ হবে দুঃখের
কষ্ট লাঘবে।
অনেক কথা রক্ত বিনিময় ছিনিয়ে এনে
সবে রাষ্ট্র...

গুঁছিয়ে সময় নিচ্ছি মাত্র' দেখ তোমরাই
জনতা আমরাও..
একই মানুষ সকল চেতনা জাতির তরে
অভয় দিলাম।

সদা সর্বত্র আছি একসাথে এ'ধরণীর
চির চেনায়।
দেশ আমাদের আমরাও দেশের প্রতি
সুনজর সদা।

দেশপ্রেম মহান মানবতা আমরা এক
সকল জাতিসত্ত্বা।
পদ-পদবী পেয়েই ভুল হবে না কভূ
সেই মনটিতেই..
বলছি সুখ-দুঃখ ভাগ করে নিব সকল
বাংলা সন্তান।
**********************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ আগামী একান্নতম পর্ব পাঠে আহবান রইল।