একটি পরিবার একটি ভূ-খন্ড ধরণী
সেই পরিবার হয় যদি আদর্শ!
আচার-আচরণ-সততা-সত্য-নীতির
আর বলার কি রয় এ'ধরা!
একটি পরিবার শুধু একক সত্ত্বা নয়
একই ধরণ গড়ন আরো..
পরিবার ভূক্ত আরেক পরিবার চাই
একে অপর সহজাত কাম্য।
এই ভাবেই নিজ পরিবার যেন প্রতি-
বেশী-মহল্লা-গ্রাম-ইউনিয়ন।
উপজেলা-জেলা-বিভাগ-সমগ্র সদা
সর্বত্রেই মানুষ পরিচালন।
মানুষ ব্যতিত হয় কোন উর্দ্ধগতির
তাই মানুষ হতে হবে ভাল।
হতে হবে জ্ঞানী-গুণিজন এ'ধরণী
সেই হকল সুজ্ঞান মানুষরা...
দেশকে দিবে নিরাপত্তা দেশপ্রেমী
করবে না কোন অন্যায়।
ন্যায়ের পথে থাকবে সদা আচরণ
করবে না কখনো অন্যায়।
দেশপ্রেম দেশ কল্যাণ সৃষ্টি অবিচল
প্রজন্মরা শিখবে ঐ'রূপ!
যূগ-যুগান্তরের দেশ রক্ষায় প্রজন্মরা
অটুট রইবে একে অপর।
পরিবার ঠিক নেই নেই সভ্যতা সেই
অনৈতিক পরিবার সন্তানরা!
বেড়ে ওঠেই হতাশা নিয়ে কেমনে ঐ'
পরিবার সন্তান হবে মানুষ?
না হতেই পারে না সভ্যতা ব্যতিত সু'
নৈতিকতা নৈতিক চরিত্র গঠন!
যেথায় শিশু জীবন হতাশা ভরা দুঃখ
সেই শিশুর অভাব শুধু অর্থ নয়।
অভাব স্বাভাবিক সামাজিক মর্যাদায়
যেমন নৈতিকতায় অবক্ষয়।
তেমনি সামাজিক রোষালন স্বীকার
তাই তো ওরা ঐ'পরিবার..
সন্তানেরা কখনোই পেতে পারে না
কোন সভ্যতার ছোঁয়া এ'ভবে।
যত শিক্ষা-দীক্ষায় নাম-ডাক সবই
বালুচূড়ায় পতিত কর্মদেখা।
যেথায় যায় সেথায় ক্ষোভ প্রকাশ্য
যেন আচরণ নাই আর পাই।
খাই খাই নেশা চুরি ঘুষ বাণিজ্যের
ব্যবসা খুলে বসে যত্রতত্রেই।
ঐ বলেছি পরিবার অভাব অনাচার
সেই সকল অভাব গ্রহস্তরা!
যতই মুখোশ পরিহিত জ্ঞান চর্চার
সুনাম কুড়ানো অর্জন হউক!
সেই তারা এক সময় পরিবার নৈতিক
অবক্ষয় অভাব প্রজন্ম ওরা!
কখনোই সঠিক মানূষ হতে পারে না
তাই দেশ ওদের দ্বারা প্রেম..
খুব একটা ভাল আশ্রয় স্থল হতে সংশয়
বরং দেশকে ব্লাক মেইল করে।
সুযোগ নেয় একবার দেশের কোথাও পায়
স্থান। সেখানে চুরি ঘুষ শত্রুদেশ...
সহিত অবৈধ যোগাযোগ হাত মিলায়ে কি
যেন এক তাপেদারী নেতা বনে!
সেই তো মোরা দেশটি গড়তে চাই একটি
সুন্দর সুশিক্ষা পরিবার তবেই..
দেশ নিরাপদ দেশ মানুষ একে অপর আপন
অন্যথায় দেশও নিরাপদ নয়।
দেশের মানুষও নয়, সুখ পরশ গুনতে প্রহর
অযথা উলুবন মুক্তা ঝরানো।
**************************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণ। পঁয়ষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।