দেশ আমার জন্মভূমি বাংলাদেশ
আমার দেশের মাটি বাংলা!
এই দেশটি বড় ভাল একটি দেশ
কত মায়া ভরা দেশ মাতৃভূমি।

এমন দেশটি কোথাও খুঁজে পাওয়া
নয়'তো সম্ভব এ'ধরণী তল।
পূর্বে যখন বৈদৈশ ভ্রমণ করি নাই
বুঝতে পারিনি দেশ পার্থক‍্য!

দু'তিনটি দেশ ভ্রমণ অভিজ্ঞতার্জন
দেখা জানা বুঝতে পারলাম।
থাকা-খাবার-সুব‍্যবস্থা-সভ‍্যতাতে
পার্থক‍্য নিজস্ব আবাস বৈদেশ।

বাংলাদেশের মাটি সোনা ফসলে
ভরপুর এক অভিন্ন জীবনমান।
সকলেই একটি যৌথ পরিবার হ্নদ
প্রাণ চাঞ্চল‍্য শোভা আতিথীয়।

কত রকম দেশীয় অপূর্ব সংস্কৃতির
বিনোদন শোভায় ভরা উচ্ছাস।
ধর্মীয় অনুভূতিতে মুগ্ধতা প্রবাহের
প্রশ্বাস প্রশান্তি সবুজ শ‍্যামলরা!

গাছ-পালায় ভরপুর নদী নালা বিল
হাওর-বাওর-ক‍্যানাল-পুকুর!
গাছে ফল সজ্বি মাছ মাংস রয় সমস্ত
কোন কমতি নেই কিছুর দেশ।

হে শুধূ অভাব আছে আমরা বড়ই অজ্ঞ
জানি না এ'দেশটিকে ব‍্যবহার।
না জানি না; সদ-ব‍্যবহার কিসে সম্ভব?
দেশ স্বাধীনতার পর হতে এক...

অসভ‍্যতা চলমান ধারা অব‍্যাহত আজও
শুধুই নিজরাই লোভ-লালসার...
একে অপর হিংসারই রোষানল স্বীকার
কে কাকে মারবে, ছোট করবে?

যুগেরই পর যুগ যাচ্ছে শেষই হচ্ছে না
তাপদাহ আক্রমণ অপরাধ প্রবণ!
ঐ'রকম রাজনৈতিক রোষালন দেশটির
অবক্ষয় ওরা দৈতরা দেশ শত্রু।

পর্ব দুই চলমান পাঠের জন‍্য অনুরোধ রইল...