কত সুন্দর যাত্রী ব‍্যবস্থা
মেট্রো রেল।
অতুলনীয় সেবা ব‍্যবস্থা
আকাশ-পাতাল!
মাঝ পথটিতেই উড়াল
জ্ঞান-বিজ্ঞানের...
আর্শীবাদই এক অভিন্ন
সভ‍্যতা বিকাশ।
দেশপ্রেম জনতা সকল
ভালবাসা জানা!
থাকতে হবে দেশপ্রেম
সরকারী সম্পদ।
নয়তো ক্ষতি যে কেউ
সম্পদ জনতার।
রক্ষা দায়িত্বও জনতার
সময় নিয়ন্ত্রণ...
কাজ-কর্ম বিশেষ সহায়
দেশ বাংলার।
অতি স্বপ্ল গতিপথ চলন্ত
কতটাই সুন্দর।
অনন‍্য পাওয়া এ'দেশটির
যেমন যাত্রীসেবা!
তেমনটি ভাড়া সাশ্রয়েও
আরাম বিলাস।
যাত্রা যাত্রীরা পারাপারে
জেনে রেখো!
ছাত্র-জনতা সর্বস্তর মনুষ‍্য
দেশের সম্পদ।
রক্ষায় ধীর মনবল রইবে
আপন চেতনা।
দেশ ক্ষতি দূষ্কৃতকারীকে
চরম শাস্তিতে...
দেশ জনতা সেবা সম্পদ
বিনষ্ট কাম‍্যনয়।
রক্ষায় রহিবে আত্মঃত‍্যাগ
তোমরা জনতা।
শক্তিতে অটুট একক সত্ত্বা
সুন্দর সুশিক্ষা।
আদর্শ নীতি-নৈতিক-চরিত্র
গঠনে অনন‍্য।
সেই সঙ্গ-সঙ্গী-বন্ধু-বান্ধব
আলো ভরামন!
কোন অন্ধকার বিকৃত হ্নদ
কেন আসবে?
মানবতাবাদীতা জীবনবোধ
অমানবিক বোধগম‍্য।
জীবনবোধ কেন বা আসবে
মানবতাবোধ তরে?
সেই সকল প্রজন্মরা কিসে
কোন চেতনায়!
দেশপ্রেম সুন্দরতম মুগ্ধতা
তবেই মনুষ‍্য।
*********
প্রকাশ থাকে যে,  সকল পাঠক-পাঠিকা ও সম্মাণিত কবি-সাহিত‍্যিকগণকে বিশ পর্ব পাঠে আহবান রইল।