দেশ নিয়ে ভাবতে গেলে মাথায় চক্কক আসে
দেশ আপন মায়ের আঁচল।
সেই ছোট্ট-বেলার কথা মনটি বেশ শিশুকাল
কোন মতন মুখটি ঘামলেই...
মায়ের আদর যেন আঁচল দ্বারা স্নেহ মমতার
শেষ থাকতো না সোনা কষ্ট!
সেই শিশুকাল কিশোর কাল কৈশর পেরিয়ে
আজকের ছোটদের চাচা-মামা।
দেশ দেশের জায়গাতেই রয়েছে মানুষই নেই
দেশ প্রেম সন্তান মমতায় ভরা।
যতই দিন অতিবাহিত হচ্ছে; ততো দূ'স্বপ্নরা
হানা দিচ্ছে প্রজন্ম প্রবীণ অসভ্যে!
********************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত্যিকগণকে চব্বিশ পর্ব পাঠে আহবান রইল।