দেশে কথা আর কি বলি কেমন প্রকাশ করি
দেশের মানুষ যে কি চায়?
সেই কথাটিই জানা বড়ই নিরুপায় হতভম্ব
একেক মানুষ একেক রকম!
চিন্তা-চেতনার শেষ নেই বিজয় যেন সবই
সব সময় হতাশা হতাশ রয়!
আবার ঘুরে ফিরে দাঁড়াতে শেখা অনন্যতা
এই ভালো আর এই মন্দরা।
সভ্যতা যাচাই খুবই মুশকিল সত্য রচনার
একজন সাধারণেরাও বিজ্ঞ।
অজানাতেই দেশ নেতা বনা মানুষ লিডার
প্রতিটি ঘর এক বাংলাতেই।
কি যে উপায় কেমন করে লেখি কোন জ্ঞান
আলোক ছড়ায় কবিতা এ'দেশ?
কলম থেমে যায় ভাবনা সর্বক্ষণ আঠারো..
কোটি মানুষ এই বাংলাদেশের।
শিশু-কিশোর-কিশোরী-যুবক-যুবতী-সকল
কতশত কোটি জ্ঞান পরিচয়!
শিক্ষা থাক কমবেশী কর্মজ্ঞান যাহাই হোক
যা জানে তাও না জানে সেটাও।
সব জান্তার শমসের দেশ জনতা কি মছিবাদ
সেই ভাবনা আমার মাথা চাপে।
দেশ কি করে স্বনির্ভর হবে অন্তরায় দেখছি
কেউ কাউকেই মানতে অপারগ।
*************************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত্যিকগণকে বাইশ পর্ব পাঠে অনুরোধ রইল।