কি আর বলবো বলতো দেখি
এ'দেশ জনতা!
ঐ'পাড়ার সেই মেধাবী ছেলে
ছাত্র হিসাবে বেশ'
ব‍্যবহারও কমবেশী ভাল ছিল
লেখা পড়া শেষ।
বেকার ঘুরে বেড়াচ্ছে চাকরী
বাকরীর জন‍্য প্রচেষ্টা।
বলতো আজ কাল কার সন্তান
ওদের বয়স হচ্ছে।
বেকার জীবন ভাল লাগে কি?
কোন দেশ এ'টা?
শিক্ষিত ছেলেরা বেকার চিন্তা
মাথা ঘুম নাই।
এরই মধ‍্যে সংবাদ পেলাম ঐ'
ছেলে চাকরী পেয়েছে।
তা বেশ তো কোন পদে কোথায়?
সরকারী চাকরী বেশ...
পদ-পদবী অনেক টাকা ঘুষ দিয়ে
তাই নাকি ঘুষ!
ঘুষ দিতে ওদের জমি জমা যাও
ছিল সব বিক্রি..
সেই ছেলেটিই একদিন হতাশার
চাকরী জমি ফেরত...
অভিযান চাকরীর টাকা ব‍্যাংকে
মরুয়া ঘুষ খুঁজতে।
ন‍্যায়-অন‍্যায় নাই বিষধর সর্পের
ন‍্যায় আসামী অআসামী!
কোন দোষ না থাকলেও অপরাধ
বানাতে গাঁজা ইয়াবা!
নয় মিথ‍্যা অন‍্য কারো মামলাতে
নাম ঢুকানোর ভয়।
কত যে হারামী পানা মন ফাইল
ঠেঁকিয়ে সময়ের কাজ!
ঘুরায়ে ঘুরায়ে অসময় কালক্ষেপণ
কি হাল হকিকত!
ভাবনা জমি বেচা টাকায় চাকরী
উদ্ধার জনতা রোষানল।
সেই দেশ জনতা আমরা মানুষরা
কি দেশ প্রেমিক?
**********
প্রিয় পাঠকগণকে বার নং পর্ব পাঠে আহবান রইল।