দেশের কথা ভাবতে হলে জানথে হবে
জানা দরকার কেমন করে উন্নত হয়!
দেশ জনতার কল‍্যাণ এ'ধরণী বাংলা
উন্নয়ন ধারা পরিকল্পিত চেতনাবোধ।

দেশপ্রেম কেমন কাকে দেশপ্রেম বলে
অভাব থাকলে দেশের কথা দরদ মন।
অভাব পূরণ হলেই আরো অভাব দেখা
অসৎ পথে পথিক সেঁজেই রপ্ত ধনীবনা।

কখনো শেষ হয়ই না অভাব মানুষের
এমন মন হয়কি দেশপ্রেম সুনাগরিক?
ঐ'সকল দেশ জনতা হতে হয় না ঠিক
দেশের শুভাঙ্কাঙ্খী সার্বভৌমত্ব রক্ষার।

প্রতিটি নাগরিক চাই যেমন দেশ প্রেম
তেমনি দেশের প্রতি ভালোবাসা চক্ষু।
আমরা করবো জয় দেশ জনতা সর্বত্র
সকল মানুষ সমান আমরা বাঙ্গালীরা।

এ'দেশ বাংলা অসাধারণ একটি দেশ
এসো আমরা দেশের কথা বলি দেখ!
দেশকে ভালো বেসে শহীদ হই তাই
দেশ যেন অন‍্য কাহারো নয় এ'ধরা।

জীবন চলার পথে জীবন-জীবিকার
তাগিদ হাছারো প্রেসানী যত-যন্ত্রণা!
কত কথা মনে আসবে সব কিছুরই
উদ্ধে দেশপ্রেম কোনই অসাধুতা নয়।

অনেক দেশদ্রোহীদের দেখা মুখেরই
কথা বেশ' অন্তর দেশ-দ্রৌহিতা পক্ষ!
প্রকৃতই ওদেরই মধ‍্যে কোন স্বদেশ
প্রেম। জাতিগত সত্ত্বার অধিকার মন।
*********************
চলমান...
পঞ্চম পর্ব পাঠের জন‍্য আহবান রইল।