দেশের কথা ভাবতে নিজকে জানতে হবে
নিজকে যখন জানবে!
বুঝবে সুবুদ্ধির মত্তার পরিচয় অর্জনে জ্ঞান
সুনাগরিক মনটি তৈরি।
ধীরতা অন‍ন‍্য জীবনবোধ চেতনা এ'ধরণী
বাংলাদেশ চেতনা হ্নদ!
প্রাণ মন আত্মার এক অসামান‍্য মানবতা
খুঁজে পাওয়ার অস্তিত্ব।
আমরা সকল মানুষরা বাংলার ধর্ম-বর্ণের
নয়তো জাতি ভেদাভেদ।
বলবে না কেউ মিথ‍্যা কথা হবে না ঠকবাজ
দেশ প্রেমে অতিমহব্বত।
সেই মানবতার মানুষ সুখ-দুঃখ একে অপর
কবিদের ভাষাতেই শুধু....
নয়; সর্বজন স্বীকৃত মানুষ জীবনবোধ রচনা
সবই দেশপ্রেম মনুষ‍্যত্ব।
একজন দেশপ্রেমে অর্জনে রইবে সংসারের
প্রতি মহব্বত দেশপ্রতিও।
সুজ্ঞান সচেতন সুপরিসর পরিসিদ্ধির লক্ষ‍্যে
উন্নত মমশীর জাতিপতি।
দেশপ্রেম অনন‍্যতা প্রকাশ‍্য এক চিন্তা-চেতনা
ঐ'সকল সন্তান দেশঅস্তিত্ব।
*****************
প্রিয় পাঠক ও কবিগণকে পনেরতম পর্ব পাঠে আহবান রইল।