দেশের কথা বলতে গেলেই
ভাবতে হবে বলা যায় কি?
দেশ আমার নাকি পরবাস'
দেশের কথা দেশ সন্তানরা!

বলবেই তো দেশ নিয়ে কথা
দেশ আমার আপনার সকল!
চেতনা দেশকে নিয়েই কথা
দেশ ভালতো জনতা স্বার্থক'

জনতা ভাল তো দেশ ভালো
সর্বশেষ কথা দেশ জনতার
জনতা যেমন যোগ‍্য ও সাধু!
দেশ তেমনি উন্নত ও সঠিক'

আমি সেইদেশ জনতা কথার।
দেশপ্রেম উন্নত মন-মানসিক
চেতনা জনতা সেই জনতাকে
দেশ সাদরে বরণীয় প্রেমময়।
সেই সকল সোনার সন্তানরা

উন্নত দেশ ওনিজকে গড়তে।
সুশিক্ষার্জনে ধীর মনোবল ঐ'
উচ্চতার হ্নদয় কল‍্যাণ নিজ।
তথা কল‍্যাণ দেশ-বৈদেশের
সুনাম ও খ‍্যাতি জগৎ সংসার!

আমরা সেই সুসন্তান হইবো
সততা যোগ‍্যতা আদর্শতায়।
তবেই দেশ প্রেম ব্রতঃ সদা
নয়তো দেশ প্রেম অদেখা।।
*****************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত‍্যিকগণকে একুশতম পর্ব পাঠে অনুরোধ রইর।