সেই ছোট্ট বেলা হতে দেখে আসছি
লোক মুখ বলতে শুনে আসছি।
হাট-বাজার-দোকান-পাট-চাপানরত
কত কথা গল্প জোয়ার ভাটা।

লোক মুখে খই ফোটে যেন সবাই বেশ
আমোদ ফুঁর্তিতে এক অনন‍্য!
অপর দিক দেশ যেন চল ওদের কথায়
শুনলেই মাথায় রক্ত টকবক।

না পারি কিছু বলতৃ না শুনতে কি ভেজাল?
সঠিকটি বলতে গেলেই চামচা'
শতকরা দলবল ধেয়ে আসবে মারমুখী মন
অসভ‍্যতার পরিচয় কাকে বলে?

ওদের চামচামী দলবল দেখে বুঝতে পারি
কেমন করে দেশ চলছে এ'ধরা?
কোথায় মানবতার পরিচয় বহনে দেখা দেয়
পথহারা বিবেকহীন ক্ষমতা লোভ।

ওদের চোখ যেন শকূনী মামা সবই ওদের
কথা বলার কেউ নেই বিরূদ্ধে।
কিসের দেশ জনতা রাজ‍্য ভার ওদের দায়িত্ব
ওরা যেন এক আস্তা জনতা।

তাই সামাল দেওয়া অতি কষ্টসাধ‍্য অপরাধ
দেশ ভাবনার সময় নেই দলবল।
আখের যোগানো ক্ষমতা শেষ হলেই সর্বস্ব
সময় আসবে আবার অবৈধ ভক্ষণ?

সেই ভাবনাতেই চলে হাদারাম হরহামেশায়
কিছু না কিছু ফাঁক-ফোকড় লোভ।
হাতায়ে নিতে বিদিব‍্যস্ত কার খাবে ও নিবে
হতে হবে ধন দৌলতে ধনী তাই।
**************************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত‍্যিকগণ তেইশতম পর্ব পাঠে আহবান রইল।