দেশ যখন অদক্ষ লোক সংখ‍্যায় ভরপুর হবে
সেই দেশ ধ্বংস অবধারিত।
দেখা দিবে নৈরাজ‍্য; হবে পড়বে পরনির্ভরতা
দেখলাম একটি দেশে আজ!

ভিএসএফ একটি ভিসা প্রসেজিং দপ্তর কর্মকান্ড
নাম ভিসা সেন্টার বিদেশা।
চেতনায় দেশ ত‍্যাগ আশা বৈদেশ কর্ম সংস্থান
ঐ'ভিসা সেন্টারে কর্মরতরা...

ভিসা করার নামে শত শত প্রার্থীদের ভিসা ফি
নিয়ে হাতিয়ে ভিসা ইন্টারভিউ...
পরবর্তী কোন তারিখ না দিয়েই দপ্তর বন্ধ রয়
তাই না দেখে প্রার্থীরা অবরোধ!

অবরোধ করে রাখে ঢাকার বনানী-গুলশান রোড
কি যে সাধারণ পথচারী দূ'ভোগ!
সারাটি দিন প্রচন্ড তাপদাহ গরম তারপর অবরূদ্ধ
সড়ক বেহাল অবস্থার স্বীকার।

ঘন্টার পর ঘন্টা বন্দী সড়কটিতে জরুরী দপ্তরমূখী
সকলেই হতাশ কি যে আজব!
দেশ জনতা অপরাধ করেছে একটি দপ্তর কর্মকর্তা
আর ভোগান্তীতে সড়ক যাত্রীরা।

এই কি দেশ জনতা কাম‍্য দেখা অসভ‍্যতা পরিচয়
সকল শাস্তি ভোগ-ভোগান্তী ঐ'
হতভম্ব পূড়াকপাল-কলাপী নিরীহ কষ্টার্জিত জনতা
দেশের অর্থ নিয়ে অসাধুরা লম্পার্ট।

ভূক্তভোগী পথচারী বাহ্ কেমন বিচার জ্ঞান বিবেচ‍্য
সকল অপরাধ যেন সাধারণেরা!
কেমন দেশ প্রেম নাগরিক বিদেশ যাবে বলে টাকা
দিয়েছে দপ্তরকে ভিসা প্রসেসিং এ।

তার প্রতিশোধ নেয় সড়ক অবরোধ অবরুদ্ধ জনতা
বেশ ভাল শিক্ষা অর্জন পাপ কার?
পাপী ভোগ কাকে করায় ওরে সচেতন অসচেতনরা
ঐ'দপ্তরে টাকা জমায় পথচারী ছিল?

কেমন দেশ সব প্রতিশোধ যেন সাধারণ জনতাতে
কেমন খেলা একশ্রেণীর অবিবেচকরা?
ভাবতেই অবাক লাগে এমন একটি দেশে জন্মেছি
কত শিক্ষার অভাব দিন দিন শিখছি।
*****************************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবিগণকে পর্ব ঊনিশ পাঠে আহবান রইল।