দেশপ্রেম থাকা চাই; সে সকল সন্তান'
তারাই দেশপ্রেম অনন্য শোভা!
মাটির গন্ধ সুঘ্রাণ জানতে শেখা চাই
তবেই দেশ প্রতি আস্তা জনতা।
সারাটি দিন বিধি ব্যস্ততার কাটে সময়
পরিশেষ সকলেই ভরসা দেশ।
আপন করে জানা বিশ্বাস নিঃশ্বাস মায়া
দেশাত্মবোধ জাগ্রত প্রেম ভরা।
যত রকম পছন্দ থাকে সর্বসেরা পছন্দ
রয় যেন নিজস্ব দেশপ্রতি আস্তা।
দেশখানা যেন আপন আঙ্গিনা ভরসার
দিন শেষে নিরাপদ মাথা ঠাঁই!
জন্ম দেশটিতে একটি ঠিকানা সুনাগরিক
পরিচয় বহণ যেন এক বৈধতা।
নিজ দেশ যেথায় পরিচয় সুশৃঙ্খল জনতা
বৈদেশ পরিচয় গ্রহণ অতিউত্তম।
সদা সর্বত্র সেথায় উত্তমতা চলমান ধারা
দেশপ্রতি একক সত্ত্বা অস্তিত্বতা।
************************
চলমান
১০ম পর্ব পাঠে আবহবান রইল।