মানুষকে মানুষ হতে হবে তবেই
আমরা মানুষ রূপ!
অসাধারণ এক অনন্য জীবনবোধ
মানুষ জ্ঞানী হবে।
এমন মানুষ পাওয়াই দায় এ'ধরা
মানুষ দ্বিধা মনুষ্য!
কেমন করে হবে তবে মানুষ বলি
কর্মফল সত্য-নিষ্ঠা!
অবিচল সেই তো বিজ্ঞ বিদ্যতাপূর্ণ
অন্যথা ভবচরণ চল।
মানুষ নাম কলংঙ্ক জীবন-যাপনেই
যা তা কর্মফল।
হিসাব না মিলাতে পারবে দুনিয়ায়
না হিসাব আখেরাত!
এমন মানুষ জন্মগ্রহণ আর মৃত্যু শুধু
পশুমন প্রাণ আত্মাত্যাগ।
*********************
প্রিয় পাঠক ও কবি মহোদয়গণকে বার পর্ব পাঠে আ।বান রইল।