দেশ ও দেশ মানুষের কথা ভাবতে হলে
আগে তবে মানুষ হওয়া শিখতে জানা।
সেই মত সুশিক্ষা আদর্শ নীতি নৈতিকতা
উত্তম স্বভাব চরিত্র শত বাঁধা বিঘ্নতায়।

মন-মানসিকতা ঠিক রাখতে জানতে হয়
আর ঐ'রকম জীবনবোধ মানুষ তৈরি!
ধর্মীয় শিষ্ঠাচার সামাজিক মর্যাদা পূর্ণতা
অনন‍্য জীবন চাওয়া নিজ একে অপর।

নিজ ভাল থাকতে জানা অপরকেও চাই
যেন একটি সুন্দর মন আরেক জ'না।
এই দুনিয়া কেহ পর নয়'রে আপন সবই
পর করি কর্ম ফল লোভ লালসা মন!

নিজকে সভ‍্যতায় সাঁজাতে পারিনি সে'মন
প্রাণ-হ্নদয়-আত্মা-প্রাণ-হ্নৎপিন্ডরা'
কি করে হবে দেশ প্রেমের ব্রত অসাধারণ?
দেশ কথা ভাবা নিজকে চাই গড়া।
*************************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি মহোদয়, সতেরতম পর্ব পাঠে অনুরোধ রইল।