ওদের দেখে আমার বেশ কৌতুহল হয়
ওরা বেশ স্লোগান জানে।
জ্ঞান তো ওদেরই অতুলনীয় এ'বাংলায়
আমি ভাবনায় জ্ঞানহারা।

ওরা নাকি ছাত্র পাস করতেই চায় ওরা
আসলেই কি বৈষ‍ম‍্য স্বীকার?
কেমন অধঃপতন চায় ফেলটুস ছাত্ররা
কোথায় ওদের জ্ঞান ঐ'পাস?

পাস করালেই কি বেশ হতো ওদের শুনি?
কেমন ছাত্র-ছাত্রী ওরা জানি!
দেখতে পেলাম ছাত্র নয়, ছাত্র সেঁজে অন‍্য
দোসর সরকার বিদ্দেশ গুপ্তরা।

ছাত্র সেঁজে ঢুকে পড়ে শড়ছে ফেলটু ছাত্র
পাস আন্দোলন এ'কেমন ওরা?
আসলেই ভাবতে হতভম্ভ স্বস্তি কোথা দেশ
বাংলার মানুষ সব জেনো জন্তু।

ওরা ছাত্র মাছুম বাচ্চা নয়! ওদের শরীরে
ছাত্র ভাবনা নেই এক ফুটাও।
ছাত্ররা কখনো হতাশ হতে পারে না ওরা
যৌবনের জোয়ার স্রোত ধারা!

মন্দ ফলাফল অর্থই ঘুরে দাঁড়ানোর পথ
সহজ কঠোর অধ‍্যাবসায় অধ‍্যায়ন।
সফল পাস উচ্চশিক্ষারই শিখর মজবুত
সেই তারাই ছাত্র এ'ধরণী চলাচল।

কি গর্ব ওরা ছাত্ররা ফেলটুস ভয় লজ্জ্বা
কোনটিই নেই নেমে আন্দোলনে।
হায়'রে দেশ প্রেম ছাত্ররা কোথায় অর্জন
সুশিক্ষা জীবন আদর্শ নীতিতে?

সভ‍্যতার ভেদাভেদ কোথা হতে দেখবো
আমরা প্রজন্মরা ঐ'রকম হাল!
আমার জানতে বড়ই ইচ্ছে হয় ওদেরই
নিকট হতে সত‍্যই কি চেয়েছো?

জীবন কি শুধু সহজ পেতেই খুঁশি হয়
এমন মন মানসিকতা কেন'রে?
শরীরের মধ‍্যে জ্বিদ কি হয় না কি করছি
কেন করছি লজ্জ্বা নিয়ে ঐ'
পথ চলা ফেলটুস ছাত্র জনতা ঘৃণিত
শুদ্ধ শুদ্ধি কোথায় প্রজন্মরা?
***********************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ আগামী পঁয়তাল্লিশ পর্ব পাঠে আহবান রইল।