পরাধীনতা অবনত হেড নতজানুর
স্বাধীনতা অর্জন প্রতিবেশী দেশের
ভরসা সহযোগিতা যেন ভাগীদার
হতাশা রোষানল হুমকি-ধামকীর।
লোভ-লালসা ব্যতিত কেউ কখনো
পাশে এসে করে না অর্চনা এ'ধরায়
স্বার্থ নিবে দেখবে ভাবনা পূর্বা শর্ত
দেশ সর্বনাশ ভবিষ্যৎ না সহযোগি?
বন্ধু তো সেই জনরা যে জন হতেই
কখনো হবে না দেশ অভূক্ত জনতা
বন্ধ হবে না শত্রু হবে না লোলসীত
মিলে মিশে থাকবে চলবে একত্রে।
বন্ধু হলে শত্রু চরমআকার রুপেরই
ভঙ্গিমা একে অপর যেন ষোল কলা
শেষ চিরশত্রু ছিল আজীবন বন্ধনেই
কোন জন জনমেও ছিল বন্ধুত্ব দেখা।
বিয়া করা রেখে অন্যদেশ স্বামী-স্ত্রী'ই
সেই দেশ বাদশা-বাদশাণী কর্তব্যের
হোক স্বামী বা স্ত্রী লাস্যতা লাবণ্যরই
সূধা বড় লোভ মানে না কোন বাঁধন।
দেশ যতই দিক না সুখ-শান্তি-সুযোগ
অনন্য প্রেম রাজপ্রাসাদ তাতে হয় না
ঐ'স্বভাব চরিত্র কখনো পরিবর্তন মন
পরলোভী নারী-পুরূষ লিস্পতা টান!!
যতই থাকুক না এক বিবাহ বর-কনে
পরদেশ নির্ভর চরিত্র হনন স্বভাব রয়
সেই সকল মানুষ কখনোই দেশপ্রেমে
আত্মনির্ভরশীল মর্যাদা হতে পারে না।
ঐ'সকল লোকেরা ওরা পরনির্ভরশীল
তাদের দ্বারা দেশ ও দেশ নেতা দলরা
কখনোই নিরাপদ ও দেশসেবা নামক
একপ্রকার বর্হিঃশত্রু ব্যতিত আর কি?
কিছুই হতে পারেন ঐ'সকল অমানুষ
পশুচরণ দেশ হুমকীর এক নগ্ন ভগ্নরা
ভগ্নদর্শা চরণ অধঃপতন কর্মফল যেন
নিজ দলবল পিতাকেই অপমান দেখা।
পিতা ছিল যাই করুক দেশপ্রেম ছিল
সম্মান অর্জনেও ধীর মনোবল অনন্য
অটুট ছিল নিজস্ব সৌভাগ্য প্রবণতায়
সেই দেশপ্রেমে কুসন্তান পরনির্ভরতা..
মানব মন হারামীতে হয় যদি ভরপুর
সেই মন যতই দেখাক না কেন মনুষ্য
পরিচয় সদর দরজায় ঐ'মন গোপন
অন্দর মহল দেশশত্রু সহিত বৈঠক!!
ওরা পারে না এমন শর্ত দিতে সংশয়
বোধ করতে বলতে কিছুই রোধ রহে
কি মন মানসিকতা জীবনবোধ নয়ন?
এক স্বামীতে হয় না যার; হয় কি একাধিকে!
যতই হোক শিক্ষিত আর হোক না কম
তাতে কি! মন যে এদিক সেদিক যেথা
সেথায় প্রাণ সব যেন অস্তিরতা জীবন
তাই তো দেশপ্রেম অদেখা সভ্যতায়।
***********************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত্যিকগণকে সত্তুরতম পর্ব পাঠে আহবান রইল।