নবজাগরণ কথা মুখে বলা সহজ
বয়স তোমাদের অল্প।
কর্ম জ্ঞান শূন্য পথচলা সহজ কি
স্বাধীনতা অর্জন সহজ!
রক্ষা বড়ই কঠিন এমনই এ'ধরা
শব্দার্থ যুদ্ধ রক্ত ক্ষরণ।
আসলেই কি শব্দার্থ তাই দাঁড়ায়
আপাত দৃষ্টিতে মন যা'
তাই ধারণাটা করাটা স্বাভাবিকই
ঐ'রকম চীন্তা অনভিজ্ঞ!
বাঘ হয়ে হুমকার সহজ মন বাক
বাস্তবতা অসম্ভব বাস্তব।
জয় পেয়েছো নবজাগরণ জাতিরা
জাতির মধ্য জাতি রয়!
অজাতিতে প্রকিশ পায় সম্ভব দেখা
মীর জাফর মুনাফেকরা।
যুগযুগ ছিল আজও রয়েছে সর্বত্র
সজাগ থাকা হ্নদয়বান!
বুদ্ধি দিপ্ততার বিবেক চৈতন্য ভরা
মন-মানসিকতা পরিচয়'
ধীর মনবল চাই-ই-চাই-থাকাটা
একান্তই সকল তরেই।
সমন্বয় ছাত্র জনতা সাধারণেরাই
জয় পেয়েছো ন্যায়ের।
তাই বলেই কি অন্যায়কেই ন্যায়
ঐ'সেই ফ্যাসিবাদ মন!
তোমরা সাধারণ জনতা ক্ষূধার্ত
পেট অভূক্ত বিষয়মন'
চিন্তা মাথায় রাখছো কি ভাবনা
বিবেক চৈতন্যে উদীত?
দ্রব্য-মূল্য-বাজারেই-লাগাম হীন
নাভিশ্বাস প্রাণ দেহত্যাগ।
কোন মত চলছেই তির করা প্রাণ
তোমরা করবে দেশরক্ষা!
বেকারত্বের, বাজার দর বেসামাল
জননিরাপত্তা বিপর্যয় চল।
নিজেরাই ধরালে ফাঁটল হও যদি
রসাতল, কেমনে বিজয়?
বিজেতা বাংলার মাটিই হবে শত্রু
মুক্ত উন্নত চিন্তা মানুষ?
ভাগ্য যেন সাঁই দিতে বিধাতারই
দয়া অপারগতা প্রকাশ।
কেন এমন প্রকাশ বিধাতা সংকেত?
সব অপমান রক্ষা পাবে।
সভ্যতা বর্হিঃপ্রকাশ হও যদি সহমত
ভয় নেই অভয় সুকর্ম।
নবজাগরণ প্লাবিত নতুন জোয়ারেই
ভাসাবে উত্তম বৃষ্টিজল।
রাষ্ট্র-শাসন সহজ কি' ভাবনা অভিজ্ঞ
সপথের তরেই জাতি।
অঙ্গীকার শপথ ওয়াদা পালনীয় ঐ'
শতদল পথচলা জাতি।
*********************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণকে আগামী চুয়ান্ন তম পর্ব পাঠে আহবান রইল।