জেনে রাখ বাংলারই মুসলিম জাতি
তোমরা সংখ‍্যা গরিষ্ঠ‍ নব্বই ভাগ!
আমিও তোমাদের দলভূক্ত একজন
এসো হই প্রকৃত সত‍্য ও আদর্শবান।

বিধাতার বিধান যা মান‍্য করা করি
সুশিক্ষার্জন মধ‍্য দিয়ে উত্তম জীবন।
হালাল-হারাম মুখে বলা নয় শুধুই
মনে প্রাণে আত্মার মাঝে গেঁথে নেই।

মন্দ পথে চলবো না, কষ্টার্জনে মন
শ্রম বিনিময় যত টুকু প্রাপ‍্য প্রাপ্তির!
তুষ্ট জীবন চলা সপরিবার একত্রেই
ধর্ম-কর্ম-মহা-পরিকল্পনা-সততায়।

কাউকে ঠকানো যাবে না ঠকবাজে
মিথ‍্যাচার কখনো ইসলাম ধর্ম নয়।
পর-ধন লোভ লালায়িত জীবনমন
অলস-অপকর্ম জীবনবোধ মানুষ।

যতই করুক অবুঝ সাধন লাভ কি?
কোন লাভ হবে মিথ‍্যা মনগড়া চর্চা!
ঊষার আলোও জ্বলবে না প্রদীপেরা
অন্ধকারেই থাকবে ধর্ম ধোঁকা খাবে।

দ্বন্দ-দ্বিধা-হিংসা-বিদ্বেষ-হীনিস্রোতা-
ইসলাম ধর্ম কখনো কোন মানুষকেই
শিক্ষা দেয় নাই। সুশিক্ষা কুসংস্কারকে
পরিহার পরিবর্তন ইসলাম ধর্ম বলে।

ইসলাম ধর্ম কথাই যদি বলি যতটুকু
আহা-জীবন চলারই পথে মানবতায়'
অসাধারণ মহা-অনন‍্য-পবিত্র-সুশিক্ষা
একে অপর সহমর্মীতা সৌহার্দ পূর্ণতা!

জীবনের গতি উন্নত মন-মানসিকতার
সৌজন‍্যবোধ শিষ্ঠাচার নীতি-নৈতিকতা
চরিত্র গঠনে সঠিক কি করণীয় সমস্ত
পরিপূর্ণ জীবন বিধান ইসলাম ধর্মগ্রন্থ।

সেই ধর্মের মানুষ হয়ে যদি না হতেই
পারি প্রকৃত সুশিক্ষা মুসলমান মনুষ‍্য?
কি লাভ নাম জবানে বলা মূসলিমদল
ইসলাম ধর্ম অনুসারী আমরা মুসলিম?

প্রশ্ন আমায় বিদ্ধ করে জীবন চলা পথ
দেখি কত মানুষ নানান ধর্ম ধর্ম লেবাজ!
কে যে আসল কে যে নকল আচরণেই
একত্রে মিশলে চললে কিছু সময় সেই'

সকল লোকদের পরিচয় মেলে কি যে
ভিন্ন কোনো না কোনো অসভ‍্যতা মন।
লোভ আছে লালসা আছে কেমন যেন
অভাবী অপূর্ণ জীবনবোধ চাল-চলন!

চরিত্র নরবর কর্ম ভাবনা অরগাছা ঐ'
মন-প্রাণ বলে যদি ধর্ম বাক‍্য কথা!
সেই সকল মানুষের আবার কি ধর্ম?
ভাবনা আমায় হতাশ করে বনি বোকা।

পরনির্ভরশীল মানুষ অসৎ লোকদের
তোষামোদখোর খাঁয় ভাত কোন মত
জ্বী-হুজুর-জ্বী-সালামী-মো-সাহেবীতে
সেই মুখে ধর্মগীত হয় কি সাধন জানি?

তাই তো মুসলিম জাতি জেগে ওঠরে
সঠিক ইসলাম শিক্ষায় নবী-রাসূলের
কল‍্যাণকামী মানব জাতি সত্ত্বা প্রকাশ
সুস্থ‍্য-মন-স্বচ্ছ জীবনের আলো পেতে।

তবেই দেখবে বিশ্বস্ততা মিলবে একে
অপর মুসলিম ভাই ভাই বোন বোন!
প্রতিবেশী পাবে আপন আপনত্ব সেরা
বসবাস হাট-বাজার-ক্রেতা-বিক্রেতা।

অন‍্যান‍্য ধর্মের লোকেরা মুগ্ধতায় স্নিগ্ধ
ছড়াবে ঐ'দেখো মুসলিমেরই ইসলাম'
পবিত্র কুরআন শরীফ অনুসারী আদর্শ
কত সুন্দর জীবন-যাপন নীতি-নৈতিক।

ওদেরই মত সুন্দর ধর্ম প্রাণ মুসলিম
কত অপূর্ব যেমন পরিচ্ছন্ন ও পবিত্র।
তেমনি শৃঙ্খলা জাতির সেরার সেরা
ঐ'ইসলাম ধর্মের যদি হতাম অনুসারী!

জীবন যেন ধন‍্য হত জন্ম হত স্বার্থক
এমন আদর্শতার পরিচয়েই ইসলাম!
জোর-জুলুম-ধীক্কার-পরনিন্দা কোন
ধর্ম ধর্মীয় ইসলাম হতেই পারে না।।

মূল জায়গায় ধর্ম শিক্ষার্জন জ্ঞানী না
অমূল‍্যে অমূলক চেতনা জ্ঞানলব্দি কি?
ওরে মুসলিম জাতি আমরা সচেতন কি?
এসো এসো হই সচেতন সভ‍্যতা ধর্ম।