যে দেশটিতে জন্ম পিতা-মাতা পূর্ব পূরূষ বসবাস
সেই দেশটিই তো প্রকৃত জন্ম ভূমি!
মায়েরই কোল যেন এক বিশাল নিরাপদ জন্মভূমি
একই সাথে বেড়ে উঠা শিশুকালটি।
বহমান ধারা মায়ের মুখেরই ভাষা আঞ্চলিক ভাষা
পাড়া প্রতিবেশী গ্রাম ভেদে ভাষা।
কি যে বেশ লাগে অঞ্চল ভেদ এক এক আঞ্চলিক
সভ্যতার বেড়াজাল অতি মহত্ত্বতা।
নানা-নানী-মামা-খালা-সহপ্রতি পরিবেশ কথ্যভাস্য
কত মায়া মমতা ভরা আপনত্বের।
দেশের নদী-নালা-সমূদ্র-খাল-বিল-হাওর-বাওরের
শব্দেই অসাধারণ প্রাণবন্ত আনন্দ।
যেন শেষ শিশু হতে শৈশব বাল্য কিশোর যৌবনেই
কতটাই আপন জগৎখানা সংসার!
যত একটু একটু করে বেড়ে উঠা ততোটাই মাতৃত্ব
মা মা মা শব্দ অন্য রকম অভিন্ন!
মায়ের মত সন্তান কোল কখনো মিলে না শিশুরই
প্রকৃত নিরাপদ আশ্রয়াস্থল ঘরটি।
পশু-পাখির কলরব কত সুমধুর ভাবনা জগৎখানা
চির-সবুজ দেশ মা মাটি হ্নদয়ত্ব!
তেমনি দেশ জন্মভূমি অতি আপন পরিবার সকল
দেশের সমস্ত কিছুরই প্রতি চাই..
ভালোবাসা দায়িত্ববোধ সততা সত্য সঠিক স্থিরতা
এগিয়ে চলার সুজলা সুফলা পথ।
সুনাগরিক গড়ে উঠার সফল সুশিক্ষার্জন নাগরিক
প্রতি সন্তানেরাই হবে ঐ'মন প্রাণ।
অমন মন প্রাণ হ্নদয় আত্মার স্পন্দন সদা মহত্ত্বতা
দেশপ্রেম মাতৃত্ব মাময় দেশাত্ববোধ।
সেই সকল সন্তানেরাই দেশপ্রেম বোঝে বুঝবে ঐ'
দেশাত্মবোধ চেতনা কথা সার্বভৌমত্ব।