দেশ স্বাধীনতা লাভ সাথে থাকা প্রতিবেশীরা
বিনা লাভে ছিল না সহমত পোষণ কি?
না না না; বিনা লাভে ছিল না দেশ বিভক্ত
পূর্ব-পশ্চিম দু'টি দেশ বিভাজন নিপীড়নেরাই

ওরা প্রতিবেশী সুযোগ সন্ধ‍ানী বড় ঘোরশত্রু
মনোভাবাপন্ন পক্ষে দেশ স্বাধীনতা স্বজন!
হাজার বুদ্ধির বিদ‍্যতার রোষানল স্বীকার উল্টা
পীঠে কূট-বুদ্ধির নৈতিক অবক্ষয় বোধদ্বয়!

অসভ‍্য কূটনৈতিক অবচেতন মনোভাব চরণ
সুকৌশল চক্রাকার বুদ্ধি খাঁটায়ে অভিনব!
নিজস্ব দেশ স্বার্থ সিদ্ধির পাঁয়তারায় বিশালত্ব
মানব নিষেধাজ্ঞা আয়না নামক কারাগার!

ফাঁদ পেতেই পাশে বসতে নামক সুযোগ নেয়
প্রতিবেশী নামক নেমক হারাম সঙ্গপান।
ওরা বড়ই পাশন্ড নিজস্ব সুযোগ ভোগ লোভী
তাই তো বিভক্ত করণে পাশে থাকা সঙ্গ।

সেই সুযোগ অপব‍্যাখ‍্যা পাঁয়তারায় এক ভিন্ন
ধর্মীয় অধর্ম অপ্রচার করছে সমাজ তটে।
পশ্চিমাদেশ মুসলিমাদেশ ওরা শত্রুরা নিজস্ব
স্বার্থ সিদ্ধি হাসিলে দেশ বিভাজন সহমত।

চরণ ভুল ছিল পূর্ব-পশ্চিমাদেশ বিয়োগ করাই
প্রতিবেশীদেশ রাজনৈতিক চাল বুঝতেই...
ব‍্যবধান ছিল বুদ্ধিরই এক বিশাল ব‍্যবধান পূর্ব
বাংলার তৎকালীন নেতা-নেতৃত্ব রচনায়।

ওরা প্রতিবেশী সুযোগ নিতেই কোন মত এক
বিভিশিখা অর্ধচন্দ্র উত্তমতা প্রতিদানে'
বিশেষ অমরত্ব দেখানো অশুভ কূটনৈতিকতা
ওরা যে পশ্চিমা নির্যাতন হতেও খারাপ!

কল্পনার হিসাব আজ বোঝা যাচ্ছে প্রতিবেশী
বিট্রিশদেশ শাসন-শোষণ ছাড়িয়েছে।
তাই তো বাংলার জনতা বলে থাকে স্বাধীনতা
ঠিক ছিল না' প্রতিবেশী স্বার্থ সিদ্ধতা!

পশ্বিমাদেশ শাষণ ভার আর প্রতিবেশী দেশ
রোষানল কেউ কম নয়, সেই প্রেক্ষাপট!
বিনা কারণেই অশুভ অপপ্রচার লুটতরাজেই
ক্ষত-বিক্ষতেরত ওরে সুযোগ সন্ধ‍্যানী।।

কোন দোসর কখনোই চিরস্থায়ী থাকেনি কত
সকল বীর বল দেশ রাষ্ট্র পরিচালকেরা!
সীমা লঘ্নকারী শেষ থাকে সময়ই কথা বলে
সীমাবদ্ধতা লুটেরা ঠকবাজ ধ্বংস হবেই।
***************************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত‍্যিকগণকে তিয়াত্তুরতম পর্ব পাঠে আহবান রইল।