দেশের কথা আর কি বা বলি!
ভিক্ষুকের মুখে আহাজারী কতদিন অভূক্ত
হাত পাতে শত জনপ্রতিতে।
শুধুই কি অভাবের কথা বলে কি খ্যান্ত হয়?
কত রকম অণুনয় বিনয়ী মুখ!
জনাব বাপু পেট অভূক্ত সারাটি দিন খাইনি
পরিবার পরিজন একই চলছি।
অভাবের শেষ নেই জীবন চলার পথ চলতে
কি যে দিক হারা অন্য যোগাড়?
ওদের সারাক্ষণ অভাব ডাক রাতে ঘুম কিসে
কত অভাব শুধু নাই নাই'রে নাই!
ঐ'দিকে ধনীরাও বলে আরো চাই তাদের ধন
শুধুই ঘাটতি যেখানে গুণে সেখানে...
চাই তাদের আরো বেশি বেশি চাওয়া-পাওয়া
গুঁন্ডা পালে ওরা মাস্তান পালেও ওরা।
যত চাই নানান মহল চাঁদা দখল জমি-জমা
শেষ কোথায় ওদের চাওয়া-পাওয়ার?
ধনে মনে করে নিজদের অথচ অভাবী সর্বত্র
কারে মারবে-ধরবে জবর-দখল বাজ!
সভ্যতা থাকে না অন্তর মাঝে শুধুই লোভ মন
চোখের মধ্যে অভাব নেশাগ্রস্ত খেলায়!
এমন লোভ মন মানসিকতা জীবন চলার পথ
অনেক অর্থ সম্পদ লুটতরাজ ধনে ধনী।
তারপরও অভাব শেষ হয় ধ্বংস লীলা-খেলা
না ওদের দেশপ্রেম না জনতাপ্রতি সুমন।
চলমান..