দেশের কথা আর কি বলবো
বলতে গেলে শেষ কোথায়?
কত জ্ঞানী গুণি মহারতীর শেষ
হবার নয়তো এ'বাংলা বুক!

যে কেউ উচ্চ-স্বর কথাতে পটু
হার-মানতে চায় না কেহ।
জ্ঞান স্বল্পতা নেই কাহারো ঐ'
শিক্ষিত পথ চেনা-অচেনা!

অশিক্ষিতরাও কি জ্ঞানী কম?
সর্বে-সর্বা জ্ঞান বুঝমান।
ভাবতে হতবাক কেমন করেই
বলবো আমিও অন্ধকার'

ঘর করে আসছি আলোকিত
এমনই মানুষ চায় আশা।
জ্ঞান থাক আর না থাক সকল
মানুষই ভাবনা জগতের।

কথা ও গল্প কে কম জানে শুনি?
সকলেই মহা জ্ঞান রাখে।
হারতে চায় না কেহ একে অপরে
বিজয় যেন ছিনিয়ে আনে।

ঐ'রকম চেতনাময় অপূর্ব অনন‍্য
আলোক ছড়া ফুটন্ত গোলাপ।
আসল কথা হয় কি বিনাশ্রম জ্ঞানী?
প্রকৃত সেই জনেরাই শিক্ষিত।

যারাই করেছে জীবন তটে শ্রমার্জন
তারাই তো প্রকৃত জ্ঞানী সেরা।
ভুল পথ ভুল গল্প জীবন বড় বিপর্যয়
সেই কুশিক্ষাই একদিন বিপথ।

ডেকে নেয় সমস্ত দিশেহারা পথেরই
নিশানার সমস্ত সদা বিজয় জয়।
ধ্বংস দেখা কুমন অসভ‍্যতা প্রাপ্তিতেই
শূন‍্যতা অপূর্ণত‍্য চরণ পলায়ন।

দেশ ত‍্যাগ লোভ সর্বনাশা কোথা পাড়ি'
এমন কর্মফল রুপরেখা অন্তর।
জ্ঞান সামলানো বড়ই দায় তাই তো ঐ'
সকল জ্ঞানীরা দিশেহারা পথটি।

বিবেক বুদ্ধির বালাই বিবেকই খেয়েছে
তাই তো পথহারা দিকহারা বিহঙ্গ।
দেশ পলায়ন এমন জ্ঞান মানুষ দেশ শত্রু
সেই রকম জ্ঞানের মানুষ সমাজ'
চায় না এ'ধরা তরে দেশ প্রেম নাম জ্ঞাপন
সেই অনুপ্রেরণা জ্ঞান শেষ কোথা?
*************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ আটান্নতম পর্ব পাঠে আহবান রইল।