শোনো প্রতিবেশী দেশ সরকার প্রধান
তুমি যেই হও না কেন!
তোমার যদি ঘটে থাকে সুবুদ্ধি ঐ'জ্ঞান
সদ্ব-কাজে ব‍্যবহার কর।

অন‍্যায়কে প্রশ্রয় দিও না গাঁয়ের জোরে
জোর সব সময় থাকে না।
ক্ষমতাও চিরস্থায়ী হয় না আজ তুমি ও
তোমার দলবল যা ভাবছ!

তোমরা না থাকলে ক্ষমতায় তোমারই
দেশের বিরোধী দলবলরা'
তোমার ন‍্যায় আর অন‍্যায় হয়ে থাকবে
হাজারো যাচাই বাঁছাই পর্ব!

ছুঁড়ে ফেলবে সকল অর্জন ঘৃণিত হবে
অযথা অর্জন মিত্রতা ঘটবে।
তুমি যে দেশ বা জাতিকে করে ছিলে
অঝরে ঘৃণা ঐ'জাতিই বন্ধু!

দোসর খুঁজি গো আর বাসর বাঁধি গো
জলে ডুবি বাছি পাইলে ডাঙ্গা।
এমন ইতিহাস কেন সৃষ্টি মানুষ মানুষে?
চোখ থাকতে অন্ধ যারা সেই...

ওরাই প্রকৃত অন্ধ এ'ধরণী কতটা দেখা
পাগলেও বোঝে কে কেমন।
তুমি ও তোমার মলম বিক্রিরই মিডিয়া
এতোই খেয়েছো টাকা-পঁয়সা!

বাংলার বুকের ফ‍্যাসিস স্বৈরাশাসক দল..
বল হতে অন‍্যায়কে প্রশ্রয়ে অন‍্যায়।
করেই যাচ্ছো সীমান্ত হুমকি নিজ দেশে
মুসলিম ধর্মীয় মসজিদ ভাঙ্গচ্ছো।

মানবতা কোথায় তোমার দেশে বল দেখি?
আর সেই মুখেই বল কর প্রচার..
মানবতার কথা মিডিয়া ছলচাত‍্যুরির মিথ‍্যা
আসলেই বলতো দেখি প্রতিবেশী...

কাকে বলে? প্রকৃতই কি প্রতিবেশী রাষ্ট্র কি?
এমন কথাটি বুঝতে ও বলতে পার?
না না না শয়তানি বুদ্ধির হীনমন‍্য রাষ্ট্র নায়ক
পারবে বলতে সেই বিবেক নেই ঘটে।

তোমার যে দিন শেষ সময় আসবে সেই দিন
ঐ'ফ‍্যাসিস বাংলাদেশ সরকারের মত!
তুমিও সময় পাবে না পথ দেখার মাথায় রেখ
কেন তোমরা এমন কর? তুমি যাবে...

চলে ঠিক প্রজন্মদের জন‍্য কি ইতিহাস গড়লে?
নিজেও বা কি রেখে গেলে ও নিলে?
যা যাবর জাতিতে পরিনত করে রেখেই যাবে
নিজ দলবল ধ্বংস করে এ'কেমন!

জনতার কল‍্যাণ জয় গান মিথ‍্যাচার জনসেবা?
যা করার করেছো হয়তো ভুল ছিল।
সংশোধন করে ঠিক পথে প্রতিবেশী চেতনাতে
কর মনোনিবেশ সদা-সুবুদ্ধি মত্তার।

কোনো অন‍্যায় কারীর পক্ষপাত নয় ছাড় সব
দাঙ্গা-হাঙ্গামা-যুদ্ধ-বিগ্রহ-প্রাণহানী।
শান্তি কামনায় একে অপর সহমর্মিতা মনবল
মানুষ হয়ে মনুষ‍্যত্ববোধ জাগ্রত কর।

বিদ্বেষ নয়! পরনিন্দা নয়! পরচর্চা নয়! সত‍্য
প্রচারে ব্রতঃ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী।
সেই প্রতিবেশীই রাষ্ট্রই প্রকৃত প্রতিবেশী রয়
ভারত-বাংলাদেশ পরিচয় অন‍ন‍্য উচ্চে।

এমনটি না হলে হবে ধ্বংস যার মাশুল গুণে
শেষ করতে পারবে না পরবর্তিতেই।
ভারত আর ভারত থাকবে না হুমকি বহুদেশ
বসে আছে প্রতিশোধের দাবানলটি..

চুঙ্গে তোপেরই মুখে তাসের মোদী খেলা ঘর
থাকবে না একদিন অবুদ্ধিমানেরা।
ঠিকই ভূক্তভোগী হতে হবে দু'টি দেশ প্রেমে
জনতা সচেতনতা দরকার উভয়ই।

রুখে দাঁড়াতে সঠিক ব‍্যবস্থায় রাষ্ট্র পরিচালনা
নয়তো রক্তক্ষয়ি বড়ই ধ্বংসনীলা!
এমনটি দু'টি দেশ ভারত-বাংলা অযথা বিরোধ
সাম‍্য অধিকার বিফল বিগ্রহ দেখা।
****************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ আগামী ঊনআশিতম পর্ব পাঠে অনুরোধ রইল।