দেশ কিভাবে এগিয়ে যাবে শুনুন সকলে
ছোট-বড় সবাই শুনুন!
জানুন একে অপর মনটি দিয়ে দু'টি কান
চক্ষু-দৃষ্টি-মেলে-জানুন।

প্রতিটি ঘরে ঘরে দেখতে পাই আপনেরা
রক্ত-রক্তে একই সদস‍্য!
হাবাজাবা-ছাঁই-ছাতা-ঘুড়ার ডিম তুচ্ছের
দেখা চোখের নেশা লোভ!

সংবরণ ধৈর্য মোটেও রাখে না তাই নিয়ে
একে অপর করে ঝগড়া।
করছে পরিবেশ দূষণ ছোটরা হয়ে থাকে
নাজেহাল অসভ‍্যতা শিক্ষা।

কারণ কিসের নেশা শুধুই পেট ভরা হিংসা
হিংসা হিংসামী কুবুদ্ধি পেট।
একজন আরেক জনদের ভাল শৈর্যই করা
বড়ই দায় কি যে বিপথগামী?

ওদের স্বর্গ যেন হিংসা-বিদ্বেষ ক্রোধ-বিদ্ধ
ঘৃণিত মনোভাব আহত প্রাণ।
ঐ'ঘর হতে বের হতে দেখি ইবাদত-বন্দেগী
যায় মসজিদ পানে অপরাধী।

ধর্ম কি তাই বলে, এসো মানুষ অপরাধের
গ্লানি হ্নদয় এসো উপাসনালয়?
না না না কখনো বিধাতা বলেনি অন‍্যায় মন
যাক পিক-পবিত্র-ঘর-অপবিত্র...

চেতনাবোধ অবচেতন অমনুষ‍্যতার পরিচয়ে
বিধাতা যথার্থই বলেন সদা সরল..
ঐ'মন আল্লাহকে ডাকতে উত্তম উন্নত জীবন
তবেই শান্তি সৃষ্টিকর্তা ঐ'মানুষও!

এমন ভাবনা মানব মানবতা জীবন বসবাস
পরিবার পরিজন প্রতিবেশী সততা।
সত‍্যের সুশিক্ষার্জন একে অপর পথ চলায়
মানুষ ভানুষের জন‍্য প্রতিপাদ‍্য!

আ-হা-ক-ত-যে-গু-ণি-মা-নু-ষ-শ্রে-ষ্ঠ-জী-
ব-আ-শ-রা-ফু-ল-মা-খ-লু-কা-ত।।
তখনই মানুষ উন্নত জীবন সুষম জীবন চল
সুখের পরশ পেতে অনন‍্য ছোঁয়া!

একে অপর থাকে সুখের নিরিখে আপনত্বে
রক্ষা পাবে হিংসার রোষানল হতে।
হিংসা মানুষকে পশু বানায়ে নাস্তানাবুদ করে
পশু আর মানুষ রূপী পার্থক‍্য নয়তো!

হিংসা-প্রতি-হিংসা ধ্বংস করছে একে-অপর
তাই তো চোখের সামনে দেখা রাষ্ট্রে..
মহা-সম্মান-জনক-পর্যায়-সম্মানী ব‍্যক্তিবর্গরা
তারা পদ-পদ-ক্ষমতার মোহে সুজ্ঞান..

হারায়ে ব‍্যক্তিত্ব বিসর্জন দিয়ে শুধুই হিংসারই
মনোভাবে প্রতিহিংসা প্রবণ চেতনায়...
ধ্বংস হয়ে সম্মানিত জন্মদাতা পিতা-মাতাসহ
দেশ বরেণ‍্য নিজস্ব দলবল ধ্বংসমন

শুধুই একনায়ক-তন্ত্র কামনায় স্বৈরাচার শাসক
দেশ-বৈদেশ জনতায় পরিচিত হয়।
বৈষম‍্যতার স্বীকারে দেশ পলায়ন কোন মতন
জীবন মায়ার এতোটাই দেশ শাসক।

শুধুই হিংসা ধ্বংস করেছে ঐ'শাসক গোষ্ঠীকে
কত ভাল খেয়ে করেছিল বসবাস।
করেছিল কত আরাম আয়েশ বিলাস জীবন
যা খুঁশি তা করতো স্বৈরাচারী ক্ষমতা।

আজ কোথায় সে'জন দরদী বিলাস হিংস‍্যুক
ধ্বংস শুধু হয়েছে মুলতঃ হিংসা প্রবণ।
তাই তো বলি হিংসা ছাড় পরধন লোভ ছেড়ে
যখনই মানুষ সুকর্ম করে তখনই মনুষ‍্য।

অন‍্যথায় মানুষ ধ্বংস খেলায় অবধারিত ধ্বংস
হিংস‍্যুটের কখনো ধর্ম-পালন হয় না।
শুনে রাখো মানুষ সকল অমানুষ মনোভাব না
বল না তবেই মানুষ ঈমানদার ধর্মীয়।

পরিহার কর হিংসা জয় কর উন্নত জীবনবোধ
তবেই মিলবে অসাধারণ মুক্তি মনুষ‍্যত্ব।