ধর্মীয় অনুভূতি নীতি-নৈতিকতা-শাসন-ব‍্যবস্থা
বিধাতার সৃষ্টি মহান মানবতার অবিস্মরণীয়।
একমাত্র ধর্মীয় অনুশাসন ব‍্যবস্থাই নিয়ন্ত্রণ রত
ঐ'শৈরিক বিশাল অদেখা শাসন ব‍্যবস্থা চল।

জ্ঞানীরা বুঝতে পারে অজ্ঞানরা মনে করে সব
চলে চলছে এ'রূপ ধরাধম চলমান প্রক্রিয়া!
আসলেই কি তাই'না না না নিয়ন্ত্রণে তিনি রত
বিধাতার নিয়ন্ত্রণ না থাকলে দুনিয়া মানুষরা..

একে তো লোভ-লালসার অমানুষ বনেই যেত
পশু-পাখি-জীব-জানোয়ার-শয়তানের চূড়ান্ত।
একটিও ভাল মানুষ চলতে পারতো পথ-দিগন্ত
ধর্মীয় অনুশাসন বিরাজমান ধর্মপ্রাণ নর-নারী!

দেখা মনটিতে গাঁথা হ্নদয় মধ‍্যে এমন একশ্রেণী
মানুষ রয়েছে বিধাতার বিধান মান‍্য সেই তারা..
কখনো বিধাতার নিয়ন্ত্রণ বাহিরে করে না ঝামেলা
লোভ-লালসা পথ চলে একা জিকির রত মনটি।

আকাশ পানে চাহে সৃষ্টিকর্তাও হেফাজত হেদায়ত
রেখেছেন নিয়ন্ত্রণ সভ‍্যতা বিকাশ-বিলাপ বুঝে।
সকল মানুষ যদি বিধাতার নিয়ন্ত্রণ ব‍্যতিত অসভ‍্য
তবে বলি সঠিক ভাবে কি আমি আপনি হতাম..

কেমন করে এই সমাজ ব‍্যবস্থায় চলতাম জানি কি?
সবচেয়ে বড় দুষ্ট শয়তান ছুল চলাচল অমানুষ।
তারাও এক সময় নিয়ন্ত্রণ বিধাতারই এ'ধরণীতেই
তাই ধর্ম হল সেরা শাসন নিয়ন্ত্রণ বিধাতাতেই।

এমন শাসন ব‍্যবস্থা দুনিয়াতে আর দ্বিতীয় অদেখা
কোন জনমেও মানব জ্ঞান আর আবিস্কার নয়।
বিধাতার শাসন এমন ই শাসন ব‍্যবস্থা হাজার কোটি
সরকার স্বৈরা দেশ পরিচালনায় নিপাত শাসন...

ঘর পুড়িয়ে অচিহ্ন সব দোষ রেকর্ড কোষাগার শূন‍্য
প্রকৃত পক্ষে যতই মানুষ করে ঢাকী নে কেন!
ঐ'যে বিধাতার বিধানে রয়েছে লিপিবদ্ধ সেই রেকর্ড
কোন থানা জেলা সচিবলায় ধধ্বংস করে দিব...

পারি। শেষ কি হবে কোন কাল জনমেও বলি দেখি
হায়রে মানুষ কেন করি এতো লোভ-অকর্ম?
সঠিক পথ জীবন সাহায়াহ্ন আসতেই হয় মানুষকেই
তবে কেন মিথ‍্যা ভাব-ভঙ্গিমায় চলছি অন্ধকার?

যে যেমন যে ধর্মে ধর্ম চর্চা করছি করি না নর-নারী
কেন অন‍্যদের ধর্ম নিয়ে করছি লাফালাফী বলি?
ধর্মই শান্তি ধর্মই মানব জীবন সুন্দর পথ নির্দেশনা
ধর্ম ব‍্যতীত মানুষ হয় না প্রকৃত সভ‍্যতার মানুষ।
আসুন আমরা মানুষ হিসাবে পথ চলি একে অপর
সুন্দর সৌজন‍্য অনন‍্য পরিবেশ বোধ মিলমিশে।
******************************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত‍্যিকগণকে ত্রিশপর্ব পাঠে আহবান রইল। শুভরাত্রী।