ওদের মধ‍্যে মানবতা বলতে কিছু নেই
লোক দেখানো সেবা দান মাঝে মধ‍্যে
পরিবেশন পরিবেষ্টিত সমাগম ঘটানো
না পায় দুনিয়া শান্তি না পায় ঐ'পারে?

দেখবে সকলেই একটু খেয়াল করেই
শরীরে ব‍্যবহার দেশীয় তৈরি সাবান!!
পূর্বের ন‍্যায় নাইরে ভাই-বোন এ'দেশ
একবার ব‍্যবহারেই ক্ষয়ে যাচ্ছে বেশ।

ঐ'দিকে মূল‍্য বেশী; ঐ'দিকে মূল‍্যহীন
দ্রব‍্য উপকরণ ব‍্যবহারে মিশ্রিত সাবান।
এমন করেই পরহেজগার রূপ চর্চারত
মুখোশ পরিহিত ব‍্যবসায়ী এ'বাংলার।

প্রশ্ন আমায় বড় তারা করে জীবনবোধ
চেতনা অমূল‍্য হয় কি মানব কর্মফল?
কোথায় স্বর্গ কোথায় নরক হাজার প্রশ্ন?
সেই জন‍্যেই শেষ মেষ অপদার্থ সাঁজে!

মানবতা বলতে কিছুই থাকে না ওদের
ওরা যাই কিছু করে সবই নাট‍্য মঞ্চেরই
নাটক ব‍্যতিত অন‍্য কিছু দেখতে পাই না
তাই এক সময় অপরাধ ক্ষমা করে না!

করতেই পারে না দেখবে পরিনতি যেন
ভয়াবহ ব‍্যবসা শেষ; সন্তানেরা বেহাত!
হাত বদল হতে থাকে সদা চির সত‍্যেই
প্রজন্মরা জেনেও বুঝতে পারে না ধ্বংস!

তাই তো বলি ওজনে কম দিও না ভাই-
বোন সকল ব‍্যবসিয়ীরা। লোক নিয়েই
মানব জীবন চল জীবন যাপন এ'ধরায়
সেই লোক ঠকালে ভাল কি হয় জানি?

না নারে ভাই-বোন ব‍্যবসায়ী-কর্মকর্তা-
কর্মচারী সরকারী-আধা-সরকারী মনুষ‍্য!
তোমরা মানুষ হও; অমানুষ কর্ম ফলে
কি কখনো সভ‍্যতা মিলবে উভয় দিকে?

খাদ‍্য-দ্রব‍্য মানুষই খেয়ে পড়ে বেঁচে রয়
সেই মানুষ হতেই ফাঁকী বাজী ঠকানো
বাজ‍্যিক সফলতা পেলেও দেখা রয় না
ভবিষ‍্যৎ জীবনবোধ চেতনা অন্ধত্ববোধে।

হারাল হালালই হয়; হারাম কখনোই
হালাল হতেই পারে না জীবন চলারই
পথে। সঠিক মন সঠিক চিন্তা-ভাবনা
সত‍্য কথা সত‍্য বলা সত‍্য জীবনবোধ।

সুকর্মই সফলতা অল্প লাভ বৈধ পথ
সুগমন জীবনের সুস্থতা পরিচয় সর্বত্র!
সেই সকল চিন্তা-চেতনা মানবতারাই
দ্রব‍্য-মূল‍্য সেবক অনন‍্য সেবা গুণিজন।