দেখুন সকল শুনুন জনতা সাধারণ
দেশ চলছে রসাতল ভূগছে কারা?
ভূগছে দেশ সাধারণ জনতা-গরীব
মধ‍্যবিত্ত স্বল্প বেতন ভূক্ত বেকার।

ফুলছে ব‍্যবসায়ী সরকারী চাকরীরা
ওদের কোন দোষ নেই ওরা সভ‍্যে!
শূন‍্যতা নেই হ্নদয় মাঝে পরিপূর্ণতা
মন-প্রাণ-আত্মার-স্পন্দন-ভোগ‍্যতা।

জীবনবোধ বলতে কাপর্ণ অসামান‍্য
তুলনা হয় না কোন জনম-জনমেও।
সেই স্বভাব মন-মানসিকতা ঠকবাজ
কখনোই ঠকে না জানেই না ঠকতে।

ঔষধ কারখানা মালিক তৈরি করছে
মানব সেবা নামক মেডিসিন সর্বত্রে।
দরদাম ঠিক নিচ্ছে বাড়তি বিড়ম্বনার
ঐ'দিক ঔষুধ পরিমাণ ঘাটতি দিচ্ছে।

যারাই বিবেকবান ঔষধ সেবনকারী
একটু সচেতন হলে বুঝতে পারবেন!
ঔষধ ক্রয়-কালীন পরীক্ষিত পূর্বেরই..
তুলনায় ঔষধের পরিমাণ খুবই কম।

ঐ'দিকে দাম বাড়তি ঔষধ পরিমাণ
তুলনা মূলক কম তাহলে ব‍্যবসায়ীরা
কি ঠকছে ব‍্যবসা-বাণিজ‍্য-কারবারে?
না না না মোটেও ঠকছে না বাংলায়।

সদা সর্বত্র একই রুপ ব‍্যবহার জনতা
আহাজারী জনতায় দেখ সকল মানুষ।
নয় শুধু ঔষধ প্রস্তুতকারী ব‍্যবসায়ীরা
অধিকাংশ ব‍্যবসায়ীরাই এক দলভূক্ত।

প্রথম খন্ড!!
দ্বিতীয় খন্ড আগমী পর্ব পাঠে আহবান রইল।