দেশ কখনো সিন্ডিকেট তারিত বিতারিত
এ কেমন খেলাঘর কেন এমন?
রহস‍্য কোথায় কেউ ভাঙ্গতে পারছেই না
এ'দেশ জনতার অধিকার খর্ব!

যখন ছিল সরকার তারা বলতো সিন্ডিকেট
বিরোধী ব‍্যবসায়ী দলবল দোষ!
এখন সরকার নেই নেই বিরোধী দলবলরা
রয়েছে নিরপেক্ষ বৈষম‍্য সরকার!

এখন দেশ তো নবান্ন নবীন ছাত্র অকল্পনীয়
অভাবনীয় ছাত্ররাই দেশ সরকার।
কত স্বপ্ন থাকে ছাত্র জীবন দেশ প্রেম ভাবনা
একদিন মানুষের মত মানুষ হবে!

যোগ‍্য মানুষ আদর্শ ন‍্যায় পরায়ন স্বপ্ন অঙ্কন
ছবির মত সিনেমারই আদর্শ রূপ!
দেশ মাতৃকার সৌভাগ‍্য শোভা বর্ধন চলমান
এ'ধরণী এক অনন‍্য ধারা রূপায়ন।

স্বপ্ন পূরণের পূর্বের স্বপ্নের ছোঁয়া দায়িত্ব-ভার
দেশ পরিচালনা কত কর্তব‍্য পালন।
দুর হতে দেখা কতই নিয়ম-অনিয়ম-বাস্তবতা
খুবই কঠিন দেশ-দেশ জনতা স্বপ্ন!

বাস্তবায়ন এক অভিনব ঘটনার সন্মুখ জনতা
কে কার কথা শুনবে কত রকম মুখ!
চাওয়ার শেষ থাকে কি এ'ধরণী বড় এক রূপ
বলা সহজ করাটা সহজ নয় নিয়ন্ত্রণ।

কে কার কথা শোনে আর শুনবে কেমন করে
যেথায় যাবে সেথায় থাকে বড় ভাই।
ওরা ব।ড় ভাই নামক ক্ষমতা ধরদের আত্মীয়
পারিবারিক বড়ভাই ছোটভাই মন্ত্রী!

বড়ভাই বলে আরে রাখ তোর নীতিবান কথা
থাকবি কয়দিন ক্ষমতায় করতে দে!
পন্ডিতগিরি করিস না। দেশ যাক রসাতল যা
পারিস করে নে'সুযোগ বারবার নয়!

চুপ সব চুপ ওরাই সব দলবল বাজার দ্রব‍্য
ওদের যায় আসে না কারণ ওদের...
কোন হয় না সমস‍্যা অর্থ এক ধরে বাজার
নেয় ব‍্যাগ ভর্তি যেন অনন‍্য শোভা।

ওদের নিকট গরীব মধ‍্যবিত্ত বলতে কিছুই
বোঝার দরকার নেই এ'ধরা বুকে।
তাই বাজার দর দ্রব‍্যমূল‍্য বলতে থাকে না
মাথা ব‍্যথা জনতার দুঃখ কষ্ট কথা।

এই হল সেই দেশ ক্ষমতা পেলেই চেয়ার
পদ-পদবী ভুলতে বসে ঐ'সেই ছাত্র...
জীবনের সুন্দর ভাবনা চিন্তা চেতনা নৈতিক
আদর্শ সূর-তাল গুঁলিয়ে স্বার্থ নিজস্ব।

হায়'রে দ্রব‍্যমূল‍্য লাগামহীন মধ‍্যবিত্ত কষ্টের
বোঝা গরীব চেতনা এমন মানুষরা..
রোষানল স্বীকার চিরকাল শোষিত শোষণ
জনকল‍্যাণ নামে ব‍্যবসা রাজনৈতিকরা।
*************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ তেষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।