আজ দেখলাম ফেইসবুক-টিভি সংবাদেও
জাতীয়তাবাদী দল Vs জামায়াত!
একই মঞ্চে উপবিষ্ট কখন কে কি করেছে
শতশত লোক সমাজে প্রকাশিত।
সেই না শুনেই রেগে-বেগে-টক-বগিয়েই
তেলে-বেগুনে ঝলসে জনতা মঞ্চ!
কি যে তকমা কান্ডই লঙ্কায় পাড়ি কে কি
করেছে না করতে বদ্ধ পরিকর ছিল।
ছলনা জীবন রাজনীতি কৌতুহলি নেতারা
একজন আরেক জনাকেই ক্ষিপ্ততা।
মঞ্চ যেন জনতা মঞ্চ নয়' মঞ্চ হল ঝগড়া
কেউ কাউকে ছেড়ে বললো না কথা।
এমন যদি হয় রাজনৈতিক শিষ্ঠাচার দেখা
সেই নেতা-নেত্রীতে কি থাকবে আশা?
জন-কল্যাণ আশা উন্নয়ন গুঁড়েতেই বালি
ঐ'সকল অসভ্য রাজনৈতিকরা ধ্বংস।
মঞ্চ হল জন সমাগম নেতারা বলবে কথা
নিজস্ব দলবল আদর্শতা নিয়ম-রীতি!
সুযোগ-সুবিধা-কল্যাণ-দেশ-দশ-জনতার
দেশ সুরক্ষা সুব্যবস্থা চিন্তা আলোচনা।
সেই না ফেলে রেখে জনতার মঞ্চ উত্তপ্ততা
ভাবতেই হতবাক কি দেখলাম বলি?
কাকে বলবো কার কথা কে বা শুঁনবে এমন?
পক্ষপাত কে কতটা বাজে কথা বলবে।
সেই স্থলে মুখ দিয়ে কোন কথা না বলা ভাল
মানুষ যে কতটাই অপদার্থ জনতা মঞ্চ!
মঞ্চ তো নয় পাগলই প্রলাপ কারখানা দেখা
দেশ আর ঐ'নেতা পাগল ছাগল দিয়ে'
কেমন করে সম্ভব সংশোধন নিয়ম-রীতি রক্ষা
না জানে নিজের সংস্কার না দেশ সংস্কার।
ঐ'যে স্বভাব চরিত্র হয়নি একদিনে তৈরি স্বভাব
স্বর্গ কথা ভুলেই গেছে সব মিথ্যা উন্নয়ন।
সুখ দুঃখ বেদনা খোদা ভগবান ঈশ্বর জগদিস
মানতে নারাজ অথচ সব দেবতায় ভক্তি!
লোক দেখানো রাজনৈতিক নেতা-নেত্রী ঐ'দিক
গভীর রাত হলেই মদ্যপান নারী প্রদর্শন!
পরনারী যেন রাজনৈতিক নেতার স্বভাব সুলভ
ওরা সেই ভাববে কখন দেশ দেশ উন্নয়ন?
মাকাল ফলের না থাকে গন্ধ না রয় স্বাদ এ'ধরা?
দেখতে যতটাই হোক না সৌন্দার্য বলি?
সেই না দলবল বিতন্ডা ওদেরই হতে আশা নয়!
দেশ ও দেশ জনতা কল্যাণ অসম্ভব দেখা।
সার্বভৌমত্ব চিরদিন নিরাপত্তাহীনতা স্বীকার রবে
সচেতন জনতা ছাত্র সমাজ হাতে নাও দেশ।
অসভ্যতার বেড়া ভেদ করে সুশিক্ষিত রাজনৈতিক
দলবল জনতা মঞ্চ গড়ে তোল দেশ উন্নয়নে।
দেশ মানবতার কল্যাণ সুরক্ষার অঙ্গিকার শতধায়
চিরজীবি হবে কর্ম তোমাদের দক্ষতা সততার।