ওরে মানুষ সকল ধর্মের লেবাজ পরিহিত
শিক্ষা-দীক্ষাও কমবেশী করেছো করছো।
জ্ঞান তো বেশ কথা বলা বচন ভঙ্গিমাতে
চাল-চলনে মন্দ নয়!

জীবন চলার পথ অগোছানো এক দিগন্ত
বাতিবিহীন ধর্মীয় জ্ঞান কেমন করে হয়
সুন্দর বিদ‍্যতার আলোক চলমান রচনা?
সেই সকল পথের পথিক।

বিধাতার প্রদত্ত ধর্মীয় জ্ঞান আদর্শ অর্জন
সত‍্য-ধ‍্যান-জ্ঞান-ধারণা-আয়ত্ব-রপ্ত-বিদ‍্য
সব পিছনে ফেলে মনগড়া ধর্মীয় চর্চাব্রত
আসল ফেলে নকল চল।।

মুখে ধর্মীয় নিদর্শন শরীরেও বিশালতার
রুপরেখা কতটা জ্ঞান অজানাতেই চঞ্চল
উতাল-পাতাল-মাতোয়ারা-প্রচার-প্রসার
কিসের নেশায় নেশাচোর?

ধর্ম হল সভ‍্যতা অভিপ‍্রায় রচনা অমূল‍্য
হাজার ফুলেরই একটি সৌরভ সুগন্ধির
পরিচয় বহন অনন‍্য শোভায় ভরা ঢালী
সেই মাল‍্যই মূল‍্যবান হয়!!

মানুষই কেবলমাত্র ধর্মীয় শিক্ষা শেখে
অর্জন করে বিধাতার বিধান

চলমান..