বিধাতার বিধানের বাহিরে নেই কোন ধর্ম পালন
এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন।
একাত্ববাদ বিশ্বাসী জগৎ সংসার মানুষ আমরা
বিধাতার বার্তা বাহক নবী-রাসূল!
যা মানব কল্যাণেই প্রচার-প্রচারণাই মানবতায়
আল্লাহ্ বিশেষ দূত নবী-রাসূলগণ।
যুগে যুগে আল্লাহ্ মানুষদেরই হেদায়েত নসীব
সুশিক্ষা-শিষ্ঠাচার প্রকৃত মানুষ মনুষ্যত্ব!
বোধ-শক্তি অর্জনের মধ্য দিয়ে মানুষ আশ্রাফুল
হতে পারবে মাখলুকাত এ'ধরণী চলে।
বেভিচার-অনাচার-নিপীড়ন-অসভ্যতা-মানুষকে
কেন মানুষ প্রতি স্বীকার বিধাতা সেই...
অনুশাসন শায়িত্ব-শাসন বিধান পাপ-পূর্ণ অর্থবহ
বিশেষ বিধান সংবিধান বাতায়ে প্রেরণ...
করেন বিশেষ দূত নবী-রাসূল প্রতি ঐ' ঐশরীক
বিধানের জ্ঞান ভান্ডার মানবতা কল্যাণ!
পৌঁচ্ছানোর দায়িত্বই ছিল বেভিচারী-চারিণীদের
জীবন সায়াহ্নে অতীত-বর্তমান ঘটনে..
কি হতে পারে জীবন চলার কর্মফল সভ্য চরিত্র
অনন্য ভাবনা জগৎ খানা মিথ্যাচার!
রচনা কখনোই সুস্থ পরিবেশ মানব জীবন এক
হতেই পারে না এ'ধরণির পদচারণা।
ধর্ম হল সঠিক পথ বাতানো মানবতা মানুষ জন্য
আর সেই পথচলার সুবার্তা বাহক হন...
আল্লাহর প্রেরিত বিশেষ বার্তা বাহক বান্দা নবী-
রাসূলগণ। তাই আজ সমাজ ব্যবস্থাতে
আমরা মানুষা বুঝে চলছি ভাল মন্দ জীবন চলা
সুশিক্ষাবোধ অপূর্ব চেতনার জ্ঞান রচনা।