দেশপ্রেম কথা তো অধিকাংশ জনতাই বলে
দেশপ্রেমের কথায় ভোলায় মায়াকান্নায় এক
অভিনব দেশপ্রেম মনে হয় কত ভাল মহত্ত
এ'রকম সন্তান হয় কি কোন জনম এ'ধরায়!

প্রশ্ন অনেক বাসাবাঁধে প্রাণ মধ‍্যে ব‍্যাকূলতা
ভাল আর মন্দ মুখ ভূলানো মায়া কান্নারোল।
ষোল কলা বুঝে উঠার পূর্বে প্রেম পড়ে যাই
মিষ্টি কথার আড়াল রয় যে দুষ্ট কুবুদ্ধি সেরা।

ওদের মুখে শুনি বেশ সরগরম এক অভিন্ন
কত যে দেশপ্রেম মনোভাব ভাবতেই অবাক!
চেতনাবোধ দেশ যেন কতটাই দেশপ্রেমের
সার্বভৌমত্ব নিরাপত্তা প্রাণ চাঞ্চল‍্য অনুগামী।

এমন দেশ কথা দেশ জনতা পাওয়া চারটি
কথা কি এ'ধরার পরে।তাই তো জনতা বলে'
ওরাই সেরাদল জনতা আমরা থাকবে পাশে
কল‍্যাণময় দেখবে সদাসর্বত্র আপামোর মনুষ‍্য!

ওদের স্লো-গান আসলে আসল স্লো-গান কি?
ওরা ব্লাক মেইল মন-প্রাণ-আত্মা-হ্নদয়-দেহ!
সততা নেই ওদের মাঝে ওরা বিচলিত পশুই
কখনো হতে পারে ওদের মনের গতি উন্নতির!

সভ‍্যতা ওরা জানেই না কেমন করে প্রকাশ!
পরধন লোভী পরচর্চাই ওদের নেশা জাগণিক!
দেশ প্রেম থাকলে সেই দলবল নেতারা ওরা
কি করে পারে দেশ জনতার ঠকায়ে লূটতরাজ?

নিজ দেশ রেখে সদেশ প্রেম ভুলে খেলায় মত্ত
প্রতিবেশী দেশপ্রেমে নিজ দেশকে বির্সজনে!
কেমন দেশপ্রেম নাগরিক রাজনৈতিক দলবল?
কোথায় ওদের জন্ম না ঠিক ঠিকানা বাংলায়?

পরর্শীদেরই প্রতি থাকবে ভাল লাগা সুসম্পর্ক
তাই বলে কি নিজ দেশ ক্ষতি করে পরকীয়া?
সেই সচল সন্তান রাজনৈতিকরা সত‍্যই ওদের
মধ‍্যে কোন অবস্থাতেই দেশপ্রেম রয় মনুষ‍্যত্ব?

তাই তো সেই সকল অদেশপ্রেম অরাজনৈতিক
দলবলরা ওরা দেশের শত্রু ওরা নিজদের শত্রু!
ওরা না চেনে নিজেদের না চেনে দেশ দেশবাসী
প্রকৃত দেশপ্রেম-প্রেমিকরা মিথ‍্যা স্লো-গান নয়।
****************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণকে ছিয়াত্তুরতম পর্ব পাঠে আহবান রইল।